অম্বিকা কুন্ডু, কলকাতা
দীর্ঘদিন যাবৎ যকৃৎ ক্যান্সারে ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার নিজ বাসভবনেই মাত্র ৬১বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।২০০৯ সালে প্রথমবার বসিরহাট থেকে সাংসদ হন তিনি। এরপর জঙ্গিপুর ও হাড়োয়া থেকে বিধায়ক। ২০২৪ সালে তাঁকে ফের সাংসদ করা হয় বসিরহাট থেকে। এবারও বিপুল ভোটে জয়ী হন।

তাঁর মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডেলে তিনি বলেন, এক সহকর্মীকে হারালাম। আমি মর্মাহত।
তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শোক প্রকাশ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
Post Views: 161