Headlines
Home » শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৪

শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৪

শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৪

আকাশে বর্ষার কালো মেঘ সরিয়ে উঁকি দিতে শুরু করেছে শরতের নীল আকাশের সাদা মেঘ। দেওয়ালে পড়া ঝলমলে রোদ বলেদেয় মা আসছে। মনের মধ্যে ইতিমধ্যেই ঢাকের বাজনা শুরু হয়েছে। শুরু হয়েছে খুঁটি পুজো। রথের চাকায় টান পড়ার সাথেই কাঠামো পুজো শেষ করে মৃন্ময়ী মায়ের রূপদান শুরু করছেন কুমারটুলির মৃৎশিল্পীরা। প্রস্তুতি এখন চরম পর্যায়ে।

প্রতিবারের মতো আমরাও আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবারও আয়োজন করছি “শ্রেষ্ঠ শারদ সম্মান -২০২৪”

এবছরও আমাদের এই অনুষ্ঠানে থাকছে বেশকিছু অর্টিসম ও ডাউন সিন্ড্রম বৈশিষ্ট সম্পন্ন কিছু শিশু। কারণ শারদ উৎসব থেকে কেউ কোন ভাবেই যেন ব্রাত্য না থাকে।

এবছরের পুরস্কারের তালিকা :
————————–

১. শ্রেষ্ঠ ঢাক সম্মান
২. শ্রেষ্ঠ প্রতিমা
৩. শ্রেষ্ঠ থিম
৪. নতুনত্বে সেরা (ছোট পুজো গুলির জন্য )
৫. সেরা বাণিজ্যক প্রচারে

নিয়মাবলী

১. প্রতিটি বারোয়ারি থিম পুজো কে এই অনুষ্ঠানে নাম নথিভুক্ত করতে হবে। ২০শে সেপ্টেম্বর এর মধ্যে।

2. পুজো মন্ডপের ঠিকানা গুগল ম‍্যাপে ট‍্যাগ করা থাকতে হবে। এবং গুগল লিঙ্ক ফর্মে দিতেহবে।

3. যোগাযোগের সুবিধার্থে দুই জন অতিরিক্ত সদস‍্যের মোবাইল নম্বর নাম সহ ফর্মে উল্লেখ করতে হবে।

4. দ‍্যা ইন্ডিয়ান ক্রনিকেলস শারদ সম্মানের দুটি ব‍্যানার মন্ডপের কাছে দৃষ্টি গোচর স্থানে লাগাতে হবে। যা আমাদের বিচারকরা বিচারপর্বে দেখবেন। এবং আমাদের প্রদায়িত “গর্বিত প্রতিযোগী” ইমেজটি পুজো কমিটির সোস‍্যাল মিডিয়াতে পোষ্ট করতে হবে

5. বিচারপর্বে বিচারক দের সুবিধার্থে পুজো আয়োজকদের একজন বা দুইজন সদস‍্য থাকতে হবে সহযোগিতা করার জন‍্য

6. বিচারপর্ব দ্রুত সম্পাদনের জন‍্য, মন্ডপে প্রবেশ ও মন্ডপের কাছেই বিচারকদের গাড়ি পার্কিংয়ের বিশেষ ব‍্যাবস্থা রাখতে হবে।

7. মহাপঞ্চমীর সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে বিচারপর্ব শেষ হবে মহাসপ্তমীর রাতে। পুরস্কার ঘোষনা ও পুরস্কার প্রদান হবে মহা অষ্টমীর সন্ধ‍্যায়

Please wait for 1 Minute for the application to load

You Will Be Redirected in 2 Seconds

Click to Go Up
error: Content is protected !!