Home » আজ রাজ্যজুড়ে রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা হলো।

আজ রাজ্যজুড়ে রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা হলো।

পূর্ব মেদিনীপুর:– আজ রাজ্যজুড়ে রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা হলো। ১২ হাজার কিমি রাস্তা নির্মান, পুননির্মাণ ও রক্ষনাবেক্ষণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে রাজ্যজুড়ে। এই প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের একাধিক এলাকায় রাস্তার সূচনা হয়। মঙ্গলবার দুপুরে বিভিন্ন জায়গার মতো পাঁশকুড়াতেও হলো রাস্তার সূচনা।এদিন প্রতাপপুর ১ গ্রামপঞ্চায়েতের পাঁশকুড়া র‍্যাকপয়েন্ট থেকে উত্তর চাঁচিয়াড়া প্রাইমারী স্কুল পর্যন্ত ০.৪৭ কিমি দৈর্ঘ্য বিশিষ্ট ২৮,৪৬৯০৩ টাকা ব্যয়ে রাস্তার সূচনা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনধুপ ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, সহসভাপতি সেক হানিফ মহম্মদ, মুফলেশুর দত্ত সহ একাধিক বিশিষ্ট জনেরা।দীর্ঘদিনের চাহিদা মতো রাস্তা সূচনা হওয়ায় খুশি এলাকাবাসী। পাশাপাশি এদিন পাঁশকুড়া ব্লকের নস্করদিঘি থেকে শিমূলহান্ডা পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন হয়।প্রায় ২ কিমি রাস্তার সূচনা হয়। দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিলো রাস্তা। এই রাস্তার কাজ উদ্বোধন হয়ে খুশি এলাকাবাসী। এদিন উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক বাসুদেব পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, সহ সভাপতি সেক হানিফ মহম্মদ, পাঁশকুড়া ১ পঞ্চায়েতের প্রধান কমলা সান্নিগ্রাহী সহ একাধিক বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!