Home » ওড়িশায় মৎস্যজীবী দের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মারলিন, মুল্য লক্ষ্যাধিক ।

ওড়িশায় মৎস্যজীবী দের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মারলিন, মুল্য লক্ষ্যাধিক ।

আজ ওড়িশার, বালাসোরে মৎস্যজীবী দের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মারলিন । বিশালাকার এই মাছের ওজন ছিল ৫৫০ কেজি । সাধারণত এই বিরল প্রজাতির মাছ সমুদ্রের অনেক গভীরে থাকে ।

 

এই প্রজাতির মাছ সচরাচর ভারতীয় সমুদ্র উপকুলে দেখা যায়না। বাহামা, বারমুডা , ব্রাজিল , মেক্সিকো ও পর্তুগালে এই মাছের দারুন চাহিদা দেখা যায় । মারলিন মাছ খাদ্য হিসাবে সুস্বাদু হলেও এই মাছ থেকে মানসিক অবসাদের ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে ।

আজ এই মারলিন মাছটি ১ লক্ষ্য টাকায় নিলাম হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় আধিকারিক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!