Home » জালিয়াতি দায়ে “জেডি”র জেল হেফাজত।

জালিয়াতি দায়ে “জেডি”র জেল হেফাজত।

আর্থিক প্রতারনার দায়ে কিছুদিন আগেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বরানগর কালীতলা লেনের বাসিন্দা জয়ন্ত দাশগুপ্ত ওরফে “জেডিবুড়ো”।

বেশকিছু বছর ধরে সামাজিক মাধ‍্যমে, নবাগত মডেল, ফটোগ্রাফার ও মেকাপ আর্টিস্ট দের কাছে নিজেকে বিনোদন জগতের গডফাদার হিসাবে তুলে ধরেছিলেন এই জয়ন্ত দাশগুপ্ত। কলকাতা গড়ের মাঠে বসন্ত উৎসব, দূর্গাপুজোয় প্রিন্সেপ ঘাট জুড়ে ৭৭৭ দুর্গা শুট নামে নানান ইভেন্টের আয়োজনের পিছনে ছিল নারী ধর্ষন ও শ্লীলতাহানী আর তার সাথে বিজ্ঞাপনী প্রচারের নাম করে বানিজ‍্যিক সংস্থা থেকে চাঁদা আদায়ের নাম করে প্রতারনার ষড়যন্ত্র।

কলাতা ময়দানে সেনা বাহিনীর ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসারদের নাম করে নানান জায়গায় তিনি তার প্রভাব খাটাতেন।

আজ মহামান‍্য আদালত জয়ন্ত দাশগুপ্তের জামিনের আর্জি বাতিল করে তাকে ২০শে এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন ও আগামী ১২ই এপ্রিল এই মামলার কেস ডাইরি দেখতে চেয়েছেন। আইনজীবী মহলের ধারনা হয়তো আগামী ১২ই এপ্রিল জয়ন্ত দাশগুপ্ত জামিন পেয়ে যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!