Home » দুর্গানগর সুকান্ত পল্লী ইসকনের রথযাত্রা

দুর্গানগর সুকান্ত পল্লী ইসকনের রথযাত্রা

বৈশালী মণ্ডলঃপ্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় দিনে, ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে তার মাসির বাড়িতে যান। এ বছর রথযাত্রা শুরু হচ্ছে ১ জুলাই থেকে। করোনার কারণে রথযাত্রার উৎসব তেমন ধুমধাম করে পালিত হচ্ছিল না। তবে এ বছর পুরোদমে ও সনাতন পদ্ধতিতে জগন্নাথ যাত্রা বের হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

আমরা আমরা পৌঁছে গেছিলাম দুর্গানগর সুকান্ত পল্লী ইসকনের রথযাত্রায়।।১৯৮৬ সালের এই রথযাত্রা ওনাদের গুরু ভাই শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি এই রথযাত্রার নিজেকে উৎসর্গ করেন ২০০৭ সালে এই রথযাত্রা কে বড় আকার নেয়।

বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা আসে এবং এখানে কীর্তন পাট করে এবং এখানে বিভিন্ন ভক্তরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবার জন্যই এখানে ফেরি প্রসাদের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!