Home » নোবেলজয়ী অমর্ত সেন কে Z Plus Security দেবার ঘোষনা করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।

নোবেলজয়ী অমর্ত সেন কে Z Plus Security দেবার ঘোষনা করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন কে নিয়ে বিবাদ এখন বেশ চরমে। কিছুদিন আগেই, এই নোবেলজয়ী অর্থনীতিবিদ রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ‍্যায় কে দেশের প্রধানমন্ত্রী হবার যোগ্য তার বক্তব্যে বেজায় মনক্ষুন‍্য হয়েছেন রাজ‍্যের বিরোধী দল তথা কেন্দ্রীয় দল বিজেপি বা ভারতীয় জনতা দল। ফলত বিজেপির বহু নেতার চরম কটাক্ষের শিকার হতে হয় এই প্রবীন নোবেলজয়ী কে।

এরপরেই শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে থেকে এই প্রবীন নোবেলজয়ীর বিরুদ্ধে অভিযোগ আনাহয় শান্তিনিকেতনে তার আবাস “প্রতিচী” রয়েছে সম্পূর্ণ ভাবে জবর দখল করে রয়েছে বিশ্বভারতীর মালিকানাধীন জমিতে।

এই বিতর্কের মাঝেই মাননীয়া আজ বোলপুরে দেখা করেন এই প্রবীন অর্থনীতিবিদ অমর্ত সেনের সাথে। সাথে ছিলেন বোলপুরের ভুমি ও ভুমি সুংস্কার আধিকারিক সঞ্জয় কুমার দাস।
যদিও এই সাক্ষাতকার সৌজন‍্য মূলক বলেইজানা যাচ্ছে। মাননীয়ার এই সৌজন‍্য সাক্ষাতের কারনেই বোলপুরে নোবেলজয়ীর বাড়ির সুরক্ষাবলয় আটো সাটো করা হয় এবং পরবর্তীকালে মাননীয়া সেখানে গিয়ে চা চক্রে উল্লেখ করেন এই জমি বিতর্কেও রাজনৈতিক রঙ লেগে আছে। যেহেতু অমর্ত‍্য বাবু মূখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন বলেই বিজেপির এতো জ্বালা। এছাড়াও আজ মাননীয়া এই প্রবীন অর্থনীতিবিদের জন‍্য প্রষাশন কে Z PLUS Security দেবার ব‍্যাবস্থা করতে বলেছেন।

আপনাদের জন‍্য রইলো সেই সৌজন‍্য সাক্ষাতের অসম্পাদিত ভিডিও লিঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!