Home » পূর্ব মেদিনীপুরে ইন্ডিয়ান নেভির শিশুদের নিয়ে জনসচেতনা মুলক কর্মসূচি

পূর্ব মেদিনীপুরে ইন্ডিয়ান নেভির শিশুদের নিয়ে জনসচেতনা মুলক কর্মসূচি

ইন্ডিয়ান নেভি তাদের কোষ্টাল এওয়ারনেশ প্রোগ্রামের অঙ্গ হিসাবে একটি ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ দিন কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের সকল আবাসিক শিশুদের সঙ্গে মিলিত হল। এই দলটি আগামী ২৩ দিনে পুরো ভারতবর্ষের কোস্টাল এরিয়া গুলো সফর করবেন এবং এই পথে ৭৫ টি লাইট হাউসে মিলিত হয়ে গুজরাটে গিয়ে পৌঁছবেন। এই সফরের উদ্দেশ্য কোস্টাল এরিয়া গুলো সম্পর্কে জনগণকে সচেতন করা এবং ছাত্র- যুব সম্প্রদায়কে আরও উৎসাহিত করা যাতে তারা ভারতীয় নৌবাহিনীতে যোগদান করে এবং দেশের এই মহৎ প্রকল্পে সামিল হয়। আশ্রমের শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে প্রত্যেক সদস্য খুবই মুগ্ধ হন এবং শিশুদের নানান উপহার সামগ্রীও তুলে দেন। ভবিষ্যতে এই শিশুরা বড়ো হয়ে ইন্ডিয়ান নেভিতে যাতে যোগদান করে তা প্রজেকশনের মাধ্যমে বিভিন্ন দিক গুলি উল্লেখ করেন ভারতীয় নৌবাহিনী দলের ক্যাপ্টেন টি গিরিশ কুমার। আশ্রমের শিশুরা এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় নৌবাহিনী সম্পর্কে অনেক ধারণা পায় এবং ভবিষ্যতে এই বাহিনীতে যোগদানের সংকল্প নেয়। ক্যাপ্টেন টি গিরিশ কুমার আশ্রমের সম্পাদক তথা প্রতিষ্ঠাতা বলরাম করনের হাতে একটি স্মারক তুলে দেন এবং এই প্রতিষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন। বলরাম করণ আশ্রমের কাজকর্ম সম্বন্ধে বিস্তারিত জানান এবং কি ভাবে আশ্রম গড়ে উঠলো তার বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ছাড়াও আশ্রমের  বিশিষ্ট জনেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!