Home » পৃথিবীকে গ্রাস করছে দূষণ।পৃথিবীর সবচেয়ে দুষনতম দেশের মধ্যে ভারত অষ্টম স্থান অধিকার করলো, দেশের মধ্যে সর্বোচ্চ দশে নয়াদিল্লি….

পৃথিবীকে গ্রাস করছে দূষণ।পৃথিবীর সবচেয়ে দুষনতম দেশের মধ্যে ভারত অষ্টম স্থান অধিকার করলো, দেশের মধ্যে সর্বোচ্চ দশে নয়াদিল্লি….

শোভন মল্লিক ,কলকাতা: গত ৫ জুন গিয়েছে বিশ্ব পরিবেশ দিবস । বিশ্ব পরিবেশ দিবসের পরেই সুইস এয়ার কোয়ালিটি টেকনোলজি কোম্পানি দ্বারা প্রকাশিত বার্ষিক ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ঘোষণা হল। সেই রিপোর্টেই সারা বিশ্বের মধ্যে ভারত অষ্টম স্থান অধিকার করেছে । এমনকি সর্বোচ্চ দশে নাম রয়েছে নয়া দিল্লির।

পৃথিবীকে গ্রাস করছে দূষণ।পৃথিবীর সবচেয়ে দুষনতম দেশের মধ্যে ভারত অষ্টম স্থান অধিকার করলো, দেশের মধ্যে সর্বোচ্চ দশে নয়াদিল্লি….

২১ সালের তুলনায় কিছুটা উন্নতির দিকে এগোলেও পৃথিবীর সবচেয়ে দূষিত দেশের তালিকায় এখনও পর্যন্ত ওপরের দিকেই রয়েছে ভারত। সারা বিশ্বের দূষণে পাকিস্তানের নাম আছে সবচেয়ে উপরে । এই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ১৩০ লক্ষ মানুষের ভিড়ে এই শহরটি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত শহর। সারা বিশ্বের মধ্যে কুড়িটি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ভারতের ১৫ টি শহরের নাম নথিভুক্ত হয়েছে।দেশের নিরিখে দূষিতের তালিকায় আফ্রিকার চাদ প্রজাতন্ত্র, ইরাক, পাকিস্তান, বাহরাইন, বাংলাদেশ, বুরকিনা ফাসো এবং কুয়েতের পরেই রয়েছে ভারত।

পৃথিবীকে গ্রাস করছে দূষণ।পৃথিবীর সবচেয়ে দুষনতম দেশের মধ্যে ভারত অষ্টম স্থান অধিকার করলো, দেশের মধ্যে সর্বোচ্চ দশে নয়াদিল্লি….

অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতকে আরও সচেতন মূলক পদক্ষেপ নেওয়া উচিত এই দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। দূষণ যেই হারে বেড়ে চলেছে, এবং একই সঙ্গে যেই ভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে । তাতে পরিবেশ ধ্বংস হচ্ছে বিপুল পরিমাণে। পরিবেশের বিভিন্ন জীব বিলুপ্তপ্রায় হচ্ছে। ফলস্বরূপ দূষিত হচ্ছে গোটা দেশ তথা বিশ্ব। বিশ্বের সকল দেশকে এ বিষয়ে সচেতন হয়ে দূষণহীন পৃথিবী তৈরির লক্ষ্যে এগিয়ে আসা উচিত। দূষণহীন পৃথিবীর ভাবনা যদি এখনও প্রতিটি দেশ না ভাবে। তবে প্রতিটি দেশ ধ্বংসের মুখে ক্রমাগত অজান্তেই এগিয়ে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!