Home » বসন্ত উৎসব Selfie & Photography Contest 2023.

বসন্ত উৎসব Selfie & Photography Contest 2023.

আর কয়েকদিন পরেই দোল। ইতিমধ্যেই শহর কলকাতা মেতে উঠেছে বসন্ত উৎসবের আয়োজনে। আগামীকাল থেকেই শহরের বিভিন্ন পার্কে ও পাড়ায় পাড়ায় শুরু হয়ে যাচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা হবে শান্তি নিকেতনী ধারায় নাচ গান ও আবীর খেলার সাথে। এছাড়াও শহরতলী ও তার আশে পাশের বেশ কিছু হোটেল ও রিসর্টেও আয়োজিত হচ্ছে এই বসন্ত উৎসব কে ঘীরে বিশেষ আয়োজন।

বিগত বেশ কয়েক বছর ধরেই কলকাতার যুব সম্প্রদায়ের মধ‍্যে এই বসন্ত উৎসব কে ঘীরে তৈরী হয়েছে এক অন‍্য উন্মাদনা। নাচ গান আবৃত্তি-র সাথে কোথাও কোথাও যোগ হয়েছে ফ‍্যাশন র‍্যাম্প। থাকে মেকাপ ও ফ‍্যাশন কে নিয়ে নানান প্রতিযোগিতামূলক অনুষ্টান। আর এই সব কিছুর সাথে ফটোগ্রাফি থাকবে না তা কি করে হয়। রঙের এই উৎসবের রামধনু মুহুর্ত গুলি কে ক‍্যামেরাবন্দী করতে উপস্থিত থাকেন কলকাতার “ছবি শিকারীদের দল”। তাছাড়াও সবাই কে নিয়ে সেল্ফি তোলার আনন্দ তো আছেই।

            

তবে শুধুমাত্র যুব সম্প্রদায়ই নয়। এখন এই বসন্ত উৎসবে মেতে উঠেছেন বেশ কিছু নামী সেলেব ও রাজনৈতিক নেতা নেত্রীরাও। তাই সব মিলিয়ে আগামী বসন্ত উৎসবের আয়োজনে তিলোত্তমা হয়েছে মাতোয়ারা। তাই বাদ যাই কেন আমরা?

বসন্ত উৎসব নিয়ে আমাদের আয়োজন – বসন্ত উৎসব Selfie & Photography Contest 2023.
এই উৎসবে বিনামূল্যে আপনিও প্রতিযোগি হতে পারেন। আপনি আপনার স্মার্ট ফোনে তোলা নিজস্বী বা Selfie, বা দলগত selfie অথবা এচজন ফটোগ্রাফার হিসাবে বসন্ত উৎসব বা দোলের নানান রঙিন আনন্দঘন মুহুর্ত আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যদি আমাদের বিচারে আপনার ছবি হয় শ্রেষ্ঠ তাহলে আপনি পেয়ে যাবেন একটি বিশেষ পুরস্কার। তাই দেরী না করে দেখে নিন নিয়মাবলি। আর দেওয়া রইলো আমাদের ইভেন্টের ফেসবুক লিঙ্ক।

আমাদের ইভেন্টের ফেসবুক লিঙ্ক https://www.facebook.com/events/2102768236779866/?ref=newsfeed

নিয়মাবলী

1.  এই প্রতিযোগিতায় আপনি বিনামূল‍্যে অংশগ্রহণ করতে পারেন। শুধুমাত্র পেজটিকে লাইক ও শেয়ার করে।

2.  মোবাইল ক‍্যামেরা বা যেকোন ডিজিটাল ক‍্যামেরার ছবি এখানে দেওয়া যেতে পারে।

3. এই প্রতিযোগিতা মুলত তিন টি বিভাগে হবে।
A. Selfie
B. Group Selfie
C. Photography

4. প্রতিটি বিভাগে 2টি করে ছবি দিতে পারেন।

5. ছবিতে Watermark দিতে পারেন তবে তা যেন ছবির মূল বিষয় কে ঢেকে না দেয়।

6. প্রতিযোগীর কোন বয়স সীমা নেই।

7. ছবি পাঠানোর শেষ দিন 9th মার্চ 2023

8. ছবি জমা করার পর কোন ছবি বদল করা যাবে না।

9. প্রতিটি বিভাগে শ্রেষ্ঠ একজন বিজেতা কে বেছে নেওয়া হবে। বাছাই করা ছবি theindianchronicles.com এ প্রতিযোগির নাম সহ পাবলিশ হবে।

10. বিচারকের সিদ্ধান্ত চুড়ান্ত এবং তা সম্পূর্ন গোপনীয়তার সাথে হবে।

11. ছবি পাঠাবেন Whatsapp করে – 👉 90624 52233 
সাথে নাম, ঠিকানা ও ফোন নম্বর ( যা আয়োজকের কাছে গোপন থাকবে )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!