Home » ‘‘বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল’’।

‘‘বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল’’।

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ভয়াবহ দুর্ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করছেন। তিনি বলেন, ‘’ কতবড় দুর্নীতি সামনে আসতে চলেছে… তৃণমূল বুঝতে পারবে।‘’

বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মালগাড়ী এবং করমন্দল এক্সপ্রেসের মধ্যে। মৃতের সংখ্যা প্রায় ৩০০। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘’ যে পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনিক ভাবে যে তথ্য পাওয়া গেছে সেটা মাথায় রেখেই সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেলবোর্ড।‘’


তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ একটি অডিও টুইট করে কেন্দ্রীয় সরকারকে দায়ি করেছেন এই দুর্ঘটনার জন্য। দুই রেলকর্তার কথোপকথনের একটি অডিও ক্লিপ টুইট করেন কুনাল ঘোষ। তার দাবী, ট্রেনের সিগন্যাল ছিল মেনলাইনের এবং পয়েন্ট ছিল মেন লাইনের। যদিও তদন্তে সব সত্যিটাই উঠে আসবে বলে আশা করা যাচ্ছে।
একটি সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী তৃণমূলের দিকে আঙ্গুল তোলেন।

তিনি বলেন, ‘’তৃণমূলের চক্রান্তকে শনাক্ত করা… কালকে রাত থেকে এত ভয় কেন? সিবিআই নিয়ে ভয় কেন? ঘটনা তো অন্য রাজ্যে ঘটেছে। এত ভয় কেন? এই কল রেকর্ড ট্যাপিং… দুই রেলকর্তার কথোপকথন… কতবড় দুর্নীতি সামনে আসতে চলেছে… তৃণমূল বুঝতে পারবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!