Home » হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ কর্তারা।

হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ কর্তারা।

হেলমেট বিহীন বাইক আরোহীদের গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ কর্তারা।এমন ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে, এদিন জেলা পুলিশের নির্দেশে দুর্ঘটনাকে এড়াতে পথচারীরা সেফ লাইফ সেফ ড্রাইভের পক্ষ থেকে জেলা জুড়ে চলছে গাড়ি চালকদের সচেতনতা। ট্রাফিক অফিসারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বাইক চালকদের সচেতনতা করতে কাজ চলছে। হেলমেট পরে বাইক চালানোর জন্য বারে বারে প্রচার চলছে। আজ এক অভিনব কায়দায় হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে সচেতনতার প্রচার করলেন হলদিয়ার ট্রাফিক পুলিশ অফিসারগন।

পথ চলতি মানুষ ও সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গী নিয়ে সচেতনতার বার্তা দিল হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে। হেলমেট বিহীন বাইক আরোহীদের ধরপাকড় করে, তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় তাদেরকে একটি করে গোলাপ ফুল উপহার তুলে দিল। প্রথমটা লজ্জায় পড়লেও হাসিমুখে তা গ্রহণ করে। এই দৃশ্য দেখে হতবাক বাইক আরহী থেকে পথ চলতি মানুষ। এর সাথে হলদিয়ার ট্রাফিক অফিসার বলেন, এই ভাবে ওয়ার্নিং দেওয়া হলো, এর পরের বারে বড়সড় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই সাবধান হোন। এবং নিয়ম মেনে গাড়ি চালান। হলদিয়ার মোড়ে বাইক আরোহীদের ধরতে অভিনব উদ্যোগ নিলেন হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিৎ চক্রবর্তী, রানা ব্যানার্জি। হলদিয়ার এসবিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এমনই নয়া উদ্যোগ নেওয়া হয় বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!