Home » ৫৩ তম বছরে পদার্পণ করে ইয়াং বয়েজ ক্লাবের থিম – ময়ূরপঙ্খী নৌকা ।

৫৩ তম বছরে পদার্পণ করে ইয়াং বয়েজ ক্লাবের থিম – ময়ূরপঙ্খী নৌকা ।

৫৩ তম বছরে পদার্পণ করে ইয়াং বয়েজ ক্লাবের দেবী আরাধনায় এবছরের থিম ” ময়ূরপঙ্খী নৌকা । ” বর্তমান বিশ্ব পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত এই থিম ।

ইয়াং বয়েজ ক্লাবের সদস্যরা বরাবরের মত এবারেও প্রাসঙ্গিক এবং সামাজিক সমস্যা গুলী কে থিম হিসাবে তূলে ধরেছেন । এই পূজো মধ্য কোলকাতার তারা চাঁদ দত্ত স্ট্রিটের কাছে অবস্থিত । সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রবীন্দ্র সরনীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই পূজো মধ্য কোলকাতার অন্যতম আকর্ষণ ।

মিডিয়ার সাথে কথা বলার সময় , প্রধান সংগঠক শ্রী রাকেশ সিং বলেন, এই বছর

ইয়াং বয়েজ ক্লাব তাদের দুর্গা পুজোর মন্ডপসজ্জার উপকরন হিসাবে হোগলা পাতা, পাট কাঠি এবং শুখনো ফল দিয়ে ময়ুরপঙ্খী নৌকার রুপ দিচ্ছে। পাঁচদিন ব‍্যাপি দুর্গা পুজোর কাউন্ট ডাউন শুরু হয়েগেছে। বিশ্বব‍্যাপি কোভিড-১৯ মহামারী জনিত কারনে দুই বছর বিরতির পর, সিটি অব জয় কলকাতা আবারও শারোদোৎসবে সামিল হতে চলেছে।

ইয়াং বয়েজ ক্লাবের যুব সভাপতি শ্রী বিক্রান্ত সিং এর কথায় দর্শনার্থীরা যখন মন্ডপে প্রবেশ করবেন তখন তাঁরা বাংলার কিছু অনন‍্য হস্তশিল্পের সাক্ষী হবেন। মন্ডপের ভিতর থাকবে নব দুর্গা। তিনি আরও বলেন, আমরা প্রতিবার চেষ্টা করি নামকরা শিল্পীদের পাশাপাশি যেন স্থানীয় শিল্পীরাও সমান ভাবে গুরুত্ব পান।

এক নজরে : শুরুর বছর ১৯৭০
শিল্পী : মেদিনীপুরের দেব শঙ্কর মহেশ
মন্ডপের উচ্চতা : ৪০ ফুট।
অবস্থান : সেন্ট্রাল কলকাতা (ইয়াং বয়েজ ক্লাব) ৭ নম্বর তারাচাঁদ দত্ত স্ট্রিট। চিৎপুর ক্রসিংয়ের কাছে, কোলকাতা -৭৩.
নিকটতম মেট্রো ষ্টেশন : মহাত্মা গান্ধী রোড মেট্রো ষ্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!