Home » ৭ই জুন ন্যাশনাল চকলেট আইসক্রিম ডে – EXCLUSIVE

৭ই জুন ন্যাশনাল চকলেট আইসক্রিম ডে – EXCLUSIVE


চকলেট আইসক্রিম আসলে ভ্যানিলার আগে উদ্ভাবিত হয়েছিল। 
আপনি ঠিক শুনেছেন — প্রথম দিকের আইসক্রিমের স্বাদগুলি পানীয়ের পরে তৈরি করা হয়েছিল, তাই চকোলেট 
স্বাভাবিকভাবেই ভ্যানিলার আগে এসেছিল কারণ ১৭ শতকের ইউরোপে হট চকলেট খুব জনপ্রিয় ছিল। প্রকৃতপক্ষে,
প্রথম হিমায়িত চকোলেট রেসিপিটি ১৬৯২ সালে নেপলসে "দ্য মডার্ন স্টুয়ার্ড" বইতে প্রকাশিত হয়েছিল এবং অনেক
পরে চকলেট আইসক্রিমটি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ খুঁজে পেয়েছিল এই দিনটি ৭ই জুন পালিত হয়ে থাকে।



এমন মানুষ বোধয় খুব কমই আছেন জাদের চকলেট আইসক্রিম পছন্দ নয়। পৃথিবীর বেশীর ভাগ মানুষই চকলেট
আইসক্রিম কেই পছন্দ করেন। আর আপনি যদি প্রাপ্ত বয়স্ক হন তাহলে চকলেট আইসক্রিম আপনাকে কিছুক্ষণের জন্য
 শৈশবে নিয়ে যাবে তা নিশ্চিত। এছাড়াও অনেকে ডিপ্রেশন বা মূড ঠীক করার জন্যও চকলেট আইসক্রিম খেতে 
পছন্দ করেন। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!