বর্ষা কি এবার রণক্ষেত্র তৈরি করছে? রাজ্য জুড়ে আবহাওয়ার সতর্কতা, উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

বিস্তারিত প্রতিবেদনঃ
বর্ষার মাঝপথে দাঁড়িয়ে ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে ২৪ জুলাইয়ের মধ্যে নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ— উভয় অঞ্চলেই বৃষ্টির প্রকোপ বাড়বে।

নিম্নচাপের নেপথ্যে জলীয় বাষ্পের জোয়ার
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে রাজ্যে প্রবল সক্রিয়। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা নিম্নচাপ গঠনের উপযোগী পরিবেশ তৈরি করছে। এর জেরেই বর্ষার রেশ কেটে না গিয়েই নতুন করে ঘনিয়ে আসছে দুর্যোগের মেঘ।

দক্ষিণবঙ্গে কোথায় কবে কেমন বৃষ্টি?
আগামী বুধবার (২৩ জুলাই) থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
- বৃহস্পতিবার ও শুক্রবার (২৪-২৫ জুলাই) ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
- শনিবার ও রবিবার (২৬-২৭ জুলাই) এই জেলাগুলিতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তরে কী অবস্থা?
উত্তরবঙ্গে দুর্যোগ আরও ভয়াবহ হতে পারে।
- শনিবার (২৬ জুলাই) দার্জিলিং ও জলপাইগুড়িতে,
- রবিবার (২৭ জুলাই) কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে
কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে।
এই অঞ্চলগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরেও দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সাধারণ মানুষকে কি সতর্ক থাকতে হবে?
বসবাসকারী অঞ্চলে নদীর কাছাকাছি এলাকাবাসীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। জল জমে থাকার সম্ভাবনা থাকায়, শহরাঞ্চলে ট্রাফিক সমস্যা এবং গ্রামীণ অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে।