এবারে ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে দীঘার মোহানার ইলিশ।
রসনা তৃপ্তিতে বাঙালী এগিয়ে সর্বত্র। বাঙালীর দুই প্রধান দূর্বলতা হল ভ্রমন আর রসনা তৃপ্তি। বারো মাসে তেরো পার্বনের থেকেও দৈনন্দিন জীবনে বাঙালীর সব থেকে বেশী চিন্তা পেট পুজো নিয়ে। আর তাছাড়া কথাতেই আছে মাছে ভাতে বাঙালী। আর মাছের রাজা ইলিশ কে বাঙালী কি করে ভূলে থাকতে পারে। তাই মরশুমের প্রথম ইলিশ এর খবর তো দিতেই…