পূর্ব মেদিনীপুর:– আবহাওয়া দপ্তর কয়েক দিন ধরে জানাচ্ছেন বঙ্গে বৃষ্টির দেখা মিলবে। সেই মতো বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য জুড়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পরিমান বেশি না হলেও অল্প বৃষ্টিতেও খুশি চাষিরা। চাষের জমির মাটি শুকনো হয়ে গিয়ে ছিলো। বৃষ্টির জল মেলায় অনেক টাই উপকার হয়েছে। ধান জমিতে এই সময় শিস বেরিয়েছে। জলের খুব প্রয়োজন। খালে জল না থাকায় জমিতে জল দিতে পার ছিলো না কৃষকরা। চিন্তায় পড়ে তারা। তবে অল্প বৃষ্টি হলেও চাষের খুব উপকার হয়েছে। ধান চাষের পাশাপাশি সবজি চাষেও খুব উপকার হচ্ছে। জল না পাওয়ায় শাক সবজি সব শুকিয়ে যাচ্ছিলো। জল পেয়ে গাছ গুলি আবার সতেজ হয়ে উঠছে। ফলে বৃষ্টির কারনে ধান চাষ থেকে শাক সবজি চাষে অনেক টাই উপকৃত কৃষকরা।

বিনোদন জগত
Mimi Chakraborty Returns as SP Sanjukta Mitra in Raktabeej 2 – A Power-Packed Sequel Unveiled
Mimi Chakraborty stuns as SP Sanjukta Mitra in Raktabeej 2. Discover her powerful return in the 2025 thriller sequel directed by Nandita Roy and Shiboprosad.