পূর্ব মেদিনীপুর:– মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এই পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয় এবং যাতায়াতে যাতে ছাত্র ছাত্রীদের কোন সমস্যা না হয় আগে থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন, জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মোট পরীক্ষার্থীদের সংখ্যা ৪৩ হাজার ৩৪ জন, যার মধ্যে ১৯ হাজার ১৭৯ জন ছাত্রের সংখ্যা, ২৩ হাজার ৮৪৫ জন ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১টি, সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে 8-18 নিরাপত্তায় মোরা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
পূর্ব মেদিনীপুর জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। 43 হাজার 34 জন।
ছাত্র সংখ্যা _19 হাজার 189 জন
ছাত্রীর সংখ্যা _ 23 হাজার 845 জন।
মোট পরীক্ষা কেন্দ্র _ 71 টি