অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সম্প্রতি মুক্তি পেল এই “রাত তোমার আমার” যা ইতিমধ্যেই বাংলা বিনোদন প্ৰিয় পরিণত মস্তিষ্কের মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। সকলের মনেই একবার অন্তত দেখার ইচ্ছা জেগেছে “এই রাত তোমার আমার”
কেমন হয়েছে “এই রাত তোমার আমার” বা আমাদের রিভিউ তে কি উঠে এলো যদি লিখতেই হয় তাহলে সবার আগে এটা বুঝতে হবে সিনেমাটি একদমই বাংলা ঘরানার ছবি যাকে হেভি কর্মাশিয়াল ছবি পুষ্পা বা খাদান এর সাথে কোন ভাবেই তুলনা করা উচিৎ না। “এই রাত তোমার আমার” একেবারেই বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের কথা মাথায় রেখেই করা। জোর করে বিদেশী ছবির ঘরানার সাথে মেলালে পাপ হবে।






অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তার বহুদিনের বিনোদন জগতের অভিজ্ঞতা থেকেই বেশ কিছু ইন্টারেষ্টিং বিষয় কে এই ছবি তে কাজে লাগিয়েছেন। ছবির নাম “এই রাত তোমার আমার” বাংলা ছবির ঐতিহাসিক হিট জুটি উত্তমকুমার সুচিত্রা সেনের দৃশ্যয়িত হেমন্ত মুখোপাধ্যায়ের সেই হিট গান যা এখনও বাঙালির নস্টালজিয়া কে বাঁচিয়ে রেখেছে। যে গানে রয়েছে প্রেমের নিবিড় সম্পর্কের সুর, যা প্রতিটি বাঙালি কে হলে টানবেই। মুখ্য চরিত্রে বাংলার দুই প্রবীণ অভিনেতা অভিনেত্রী, অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। যারা দুজনেই বাংলা বিনোদনে বাঙালির হৃদয়ে গেঁথে আছেন।



কাহিনীর প্রেক্ষাপট, পাহাড়ি এলাকায় এক বয়স্ক দম্পতি কে নিয়ে, যাদের এক সন্তান বিদেশে কর্মরত। বাঙালি পরিবারের সেই ট্রাডিশনাল বাবা ছেলের সম্পর্কে মান অভিমান থেকেই বাবার সাথে ছেলের সম্পর্ক টা একটু ছাই চাপা আগুনের মতো। স্ত্রী দুররোগ্য ব্যাধিতে আক্রান্ত। আর এর মধ্যেই বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। শেষ বেলার এই বিবাহ বার্ষিকী উদযাপন খুব বিশেষ আয়োজনের নাহলেও যেন ভীষণ রকমের উজ্জ্বল দুটি মানুষের ইচ্ছায়। কিন্তু সেখানেও উঠে এসেছে বহুদিনের দাম্পত্য জীবনের নানান ওঠাপড়ার মান অভিমানের কথা। কার জীবনে কিভাবে পরকীয়া কিভাবে এসেছিলো, কেন? আসলে এই গল্পে একটা কথা ভীষণ রকম ভাবেই বোঝানো হয়েছে যে সব ভালোবাসায় প্রেম থাকলেও, সব প্রেমে ভালোবাসা থাকে না । তবে এর বেশী বলা ঠিক হবে না। বাকি টা হলে গিয়ে অনুভব করাই ভালো। কথা দিলাম চোখের পাতা ভিজবে প্রেমের অনুভূতিতেই।