শোভন মল্লিক, কলকাতা: বুধবার সন্ধ্যায় মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ে সপ্তর্ষি এবং সোহিনী । ঘটনার কথা বিস্তারিত নেট মাধ্যমে জানান সপ্তর্ষি। একটুর জন্যই প্রাণে বেঁচেছে এমনটাই বক্তব্য তাঁদের ।

সপ্তর্ষীর বক্তব্য অনুযায়ী, একটি বাইক ভুল দিক থেকে এসে তাদের গাড়ির সাথে ওভারটেক করার চেষ্টা করে। এই ওভারটেক করার জেরেই তাদের গাড়িকে ধাক্কা মারে সেই গাড়িটি।

এমনকি সপ্তর্ষি জানান, ওই গাড়িটি ধাক্কায় ব্রেক কষতে গিয়ে ব্রিজ থেকে পড়েই যেতে পারতো তাদের গাড়িটি । দুর্ঘটনায় সেই বাইক চালকের মৃত্যুও হতে পারতো । শুধুমাত্র তাদের গাড়ি চালকের অভিজ্ঞতার কারণেই দুই পক্ষই বেঁচে গিয়েছে । সপ্তর্ষি এটাও জানান, সেই বাইক চালক সেই সময় মত্ত অবস্থায় ছিল। এই সমস্ত ঘটনা ইনস্টাগ্রামে পোস্ট করে কলকাতা পুলিশকে ট্যাগ করে বিস্তারিত জানান সপ্তর্ষি ।
Post Views: 358