Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

একেন খ্যাত পরিচালক, জয়দীপ মুখার্জীর শুটিং বন্ধ। ক্ষোভ উগরে দিলেন সামাজিক মাধ্যমে। অভিযোগের তীর গিন্ডের দিকেই।

এই মুহূর্তে বাংলায় সাড়ম্বরে চলছে বাণিজ্য সম্মেলন Bengal Business Summit 2025, দেশ বিদেশের নামী দামী শিল্পপতি দের আমন্ত্রিত করা হয়েছে এই সম্মেলনে, যাতে রাজ্যে বাণিজ্যয়িক শিল্পের প্রসার ঘটে এবং একই সাথে বেকার যুব সম্প্রদায় সেখানে তাঁদের জীবিকা খুঁজে নিতে পরেন। কিন্তু প্রদীপের তলাতেই থাকে গভীর অন্ধকার। নতুন বাণিজ্য শিল্পের আহ্বানে চলচিত্র শিল্প বা বিনোদন শিল্প ইতিমধ্যেই অন্ধকারে বিসর্জন হতে চলেছে।

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

এই মুহূর্তে বাংলায় সাড়ম্বরে চলছে বাণিজ্য সম্মেলন Bengal Business Summit 2025, দেশ বিদেশের নামী দামী শিল্পপতি দের আমন্ত্রিত করা হয়েছে এই সম্মেলনে, যাতে রাজ্যে বাণিজ্যয়িক শিল্পের প্রসার ঘটে এবং একই সাথে বেকার যুব সম্প্রদায় সেখানে তাঁদের জীবিকা খুঁজে নিতে পরেন। কিন্তু প্রদীপের তলাতেই থাকে গভীর অন্ধকার। নতুন বাণিজ্য শিল্পের আহ্বানে চলচিত্র শিল্প বা বিনোদন শিল্প ইতিমধ্যেই অন্ধকারে বিসর্জন হতে চলেছে।

বাংলার চলচিত্রের খ্যাতি আন্তর্জাতিক জগতেও সমাদৃত। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আজ সেই বাংলা চলচিত্র জগৎ প্রায় স্তব্ধ হতে চলেছে। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল শুটিং বন্ধের। শুটিং বন্ধ রয়েছে একাধিক পরিচালকদের। যার ফলে একাধিক প্রযোজনা সংস্থা ও পরিচালকদের লক্ষ লক্ষ টাকা লোকসানের মুখ দেখতে হয়েছে ইতিমধ্যেই। তবে লোকসানের শেষ এখানেই নয়। এই প্রজেক্ট গুলিতে যারা অভিনয় করতেন সেই সব অভিনেতা অভিনেত্রীরাও কাজ হারালেন, কাজ হারালেন বহু টেকনিশিয়ান রাও। এর দায় কার??

কোটি কোটি টাকা খরচা করে কলকাতায় আন্তর্জাতিক চলচিত্র উৎসব প্রতি বছর আয়োজন করা হয়। দেশ ও বিদেশের বিখ্যাত পরিচালক, অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রিত করা হয় এই উৎসবে। যারা ছুটে আসেন ঋত্বিক, সত্যজিৎ, মৃণালের শহর কলকাতায়। সেখানেই বন্ধ ষ্টুডিও পাড়া। এর দায় কার??

স্বরূপ বিশ্বাস

কাজ বন্ধ হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলির, সিরিয়াল পরিচালক সৃজিত রায়ের, সাথে যোগ হলো একেন বাবু খ্যাত পরিচালক জয়দীপ মুখার্জী। সকলের সাথেই গিল্ড এর প্রধান স্বরূপ বিশ্বাসের সাথেই মতানৈক্য। যার ফলে শুটিং শুরু করাই যাচ্ছে না, এমনকি পরিচালক কৌশিক গাঙ্গুলির প্রযোজক পর্যন্ত পিছিয়ে গেছেন প্রয়োজনা থেকে।

পরিচালক জয়দীপ মুখার্জী আজ সামাজিক মাধ্যমে এসে তার ক্ষোভ উগরে দিয়ে এও বললেন, তিরিশ বছরের অভিজ্ঞতা নিয়ে বহু কাজ করার পরেও আগামী তে তিনি আর কোন কাজ করতে পারবেন কিনা সন্দেহ আছে। কারণ হিসাবে তিনি বলেন, একটি বিখ্যাত ও টি টি প্ল্যাটফর্ম এ তার একটি ওয়েবসিরিজ শুটিং এর জন্যে তারা গিল্ড এর কাছে লিখিত অনুমতি চাইলে গিল্ড তাঁদের সাথে সময় মতো যোগাযোগ না করেই ভুল ত্রুটি উল্লেখ করছেন। যার ফলে নির্ধারিত সময় অতিবাহিত হলেও কবে শুটিং শুরু করা যাবে সেনিয়ে কোন কিছুই ঠিক করা যায়নি। ফলত সবটাই বাতিল করতে হয় যার ফলে লোকেশন ও আর্টিস্ট বুকিং সমেত প্রায় ৮-৯ লক্ষ্য টাকার লোকসান হয়েছে যা কোন ভাবেই ফিরে পাওয়া যাবে না।

এই অচলবস্থা নতুন একেবারেই নয়। কিছু মাস আগেই পরিচালক রাহুল চক্রবর্তী কে গিল্ড থেকেই নিষিদ্ধ ঘোষনা করা হয়, সেই সময় পরিচালক রাহুলের পাশে সব পরিচালকরাই দাঁড়িয়ে গিল্ড এর বিরোধিতা করেছিলেন। প্রতিবাদে বন্ধ হয়েছিল শুটিং। সেই অচলাবস্থা কাটাতে মধ্যস্ততা করতে হয়েছিল মাননীয়া মুখ্যমন্ত্রী কে স্বয়ং। সেদিনের আলোচনায় ছিলেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। মাননীয়ার নির্দেশে নতুন কমিটি গঠন হবার কথা ছিলো যা আজ অবধি হয়নি বলেই জানা যাচ্ছে।

বর্তমানে ও আগামীতে বিনোদন বা চলচিত্র জগৎ বেশ অন্ধকারে থাকবে বলেই অনেকেই আশা করছেন। পুরোনো পরিচালকদের অবস্থাই করুন সেখানে নতুন প্রতিভা আসার সম্ভাবনাও ক্ষীণ। আগামীতে চলচিত্র বলে কিছু থাকবে তো??
প্রশ্ন উঠছে এখনই।

More Related Articles

অপারেশন সিঁদুর' ট্রেডমার্কের দৌড়ে নামল একাধিক কোম্পানি, সেনা অভিযানের পর বাড়ছে বাণিজ্যিক লড়াই
Featured News

অপারেশন সিঁদুর’ ট্রেডমার্কের দৌড়ে নামল একাধিক কোম্পানি, সেনা অভিযানের পর বাড়ছে বাণিজ্যিক লড়াই

সাম্প্রতিক সামরিক সাফল্যের পর ‘অপারেশন সিঁদুর’ নাম ঘিরে তৈরি হয়েছে জাতীয় আবেগ। সেই আবেগকে পুঁজি করে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের দৌড়ে নেমেছে একাধিক সংস্থা। শুরু হয়েছে আইনি ও বাণিজ্যিক লড়াই।

Read More »
অপারেশন সিঁদুর: মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত, ভারতীয় প্রত্যাঘাতে কেঁপে উঠল বহওয়ালপুর!
Breaking News

অপারেশন সিঁদুর: মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত, ভারতীয় প্রত্যাঘাতে কেঁপে উঠল বহওয়ালপুর!

ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ২১টি জঙ্গিঘাঁটি ধ্বংস। জইশ প্রধান মাসুদ আজ়হারের পরিবারের ১০ সদস্য নিহত। বহওয়ালপুরে চালানো এই হামলায় আজ়হার বেঁচে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা।

Read More »
‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’
Breaking News

‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত চালালো ‘অপারেশন সিঁদুর’। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে নিখুঁত স্ট্রাইক। সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ও কর্নেল সোফিয়া কুরেশি।

Read More »
দেশ

ভারতজুড়ে ২৫৯টি স্থানে নিরাপত্তা মহড়া, পশ্চিমবঙ্গেও তৎপরতা চরমে—পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে জোরদার প্রস্তুতি

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, সেনা-আসামরিক যৌথ মহড়া, পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চূড়ান্ত সতর্কতা।

Read More »
দেশ

দেশপ্রেমের নতুন সংজ্ঞা: সোশ্যাল মিডিয়াতেই লড়াই, আপনি কি প্রস্তুত ‘ডিজিটাল যোদ্ধা’ হতে?

দেশের বিরুদ্ধে অনলাইনে চলতে থাকা বিদ্বেষমূলক প্রচার আর বরদাস্ত করবে না কেন্দ্র। এবার যে কেউ, যেকোনো জায়গা থেকে দেশের পাশে দাঁড়াতে পারেন—হোক সেটা বাড়ির সোফা, অফিসের ডেস্ক কিংবা মোবাইলের স্ক্রিন। কারণ, ‘ডিজিটাল যুদ্ধ’ এখন শুরু হয়েছে, এবং এই যুদ্ধে সেনা শুধুই সীমান্তে নয়—রাস্তায় নামবেন আপনি, আমিও।

Read More »
error: Content is protected !!