স্বর্ণালী পাত্র, কলকাতা: বেশ কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ রয়েছে ঊর্ধ্বগামী। গরমের প্রকোপে অস্থির বঙ্গবাসী। দম বন্ধ করা পরিবেশে সকাল থেকেই যেন লু বইছে। তবে,এই মুহূর্তে স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। বরং আগামী ৪/৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিলো আবহাওয়া দপ্তর।
বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকলেও খুব কম জায়গাতেই ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। কিন্তু আপাতত কোথাও কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর।
বুধবার আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন,” পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণবাত রয়েছে। এজন্য রাজ্যে উত্তর পশ্চিমের শুকনো গরম হাওয়া বইবে। আগামী ৪/৫ দিনে আরো ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দার্জিলিং এবং কালিন্দন ছাড়া বাকি রাজ্যের সব জেলাতে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। উপকুলের কাছাকাছি জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কোথাও কোথাও লু বইবে।
“আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে। তাপপ্রবাহ বইবে পুরুলিয়া,বাঁকুড়া,ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর,দুই বর্ধমান বীরভূম,মুর্শিদাবাদ এবং নদীয়ায়। অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও .
আগামী কয়েকদিনের মধ্যে দার্জিলিং এবং কালিংপং এর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতায়।