অম্বিকা কুন্ডু, কলকাতা
গণেশ চতুর্থীর এই শুভ দিনে প্রকাশ্যে এলো পথিকৃৎ বসু পরিচালিত “শাস্ত্রী”।
পূজোর বাকি মাত্র ৩০ দিন। অন্যান্য বার এই সময় পুজোর আমেজে মেতে ওঠে কলকাতা। বাঙালি সব থেকে বড় উৎসব বলে কথা। তবে এবার শুধুই প্রতিবাদ আর প্রতিবাদ। এই প্রতিবাদের মাঝে ও আস্তে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত শাস্ত্রী। ছবির পোস্টার সামাজিক মাধ্যমে দিয়ে তার ক্যাপশনে লেখা হয় “শাস্ত্রের বিধান, খন্ডাবে শাস্ত্রী।”
দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বন থেকে নেওয়া এই গল্পটি। ছবি সংগীত পরিচালনায় রয়েছে ইন্দ্রানী দাশগুপ্ত। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায়, রজতাভ দত্ত, মিঠুন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জিকে। এছাড়াও থাকছেন কাঞ্চন মল্লিক ও সৌরশিনী মৈত্র। এই ছবির শুটিং শুরু হয় ২০২৪ এর শুরুর দিক থেকে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়’ কে তারা ‘স্বামী স্ত্রী’ এর চরিত্রে অভিনয় করবেন।
ছবির পোস্টার সামনে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। তারা লিখেছেন ‘পুজোর সবথেকে বড় সিনেমা হতে চলেছে শাস্ত্রী।’ আবার একজন লেখেন, ‘ও গুরু, সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা’।
প্রতিবাদের মাঝেও মনকে একটু বিনোদন দেওয়ার জন্য প্রেক্ষাগৃহে আসতে চলেছে “শাস্ত্রী।”