আধুনিকতার নামে না জানি নেটিজেন দের আর কি কি দেখতে হবে। বিশ্ব সংগীতের দুনিয়ার সব থেকে বড় সাম্মানিক অনুষ্ঠান গ্রামী এওয়ার্ডস। যে সম্মানের তালিকায় নাম তুলতে স্বপ্ন দেখেন সংগীত জগতের মহাতারকারা। এবার সেই অনুষ্ঠানেই প্রকাশ্যে হলো নগ্নতার প্রদর্শনী।
ক্যানি ওয়েস্ট কে নিশ্চই চেনেন….. ক্যানি ওয়েস্ট (বর্তমানে Ye নামে পরিচিত) একজন আমেরিকান র্যাপার, সংগীত প্রযোজক, ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা। তিনি প্রথমে ২০০০-এর দশকের শুরুর দিকে রক-আ-ফেলা রেকর্ডসের প্রযোজক হিসেবে খ্যাতি অর্জন করেন, বিশেষ করে জে-জির The Blueprint (২০০১) অ্যালবামের জন্য।
পরে তিনি নিজের র্যাপ ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৪ সালে The College Dropout অ্যালবাম প্রকাশ করেন, যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তার অন্যান্য বিখ্যাত অ্যালবামের মধ্যে রয়েছে Late Registration (২০০৫), Graduation (২০০৭), 808s & Heartbreak (২০০৮), My Beautiful Dark Twisted Fantasy (২০১০) এবং Yeezus (২০১৩)। তার সংগীতশৈলী বারবার পরিবর্তিত হয়েছে, যেখানে হিপ-হপ, ইলেকট্রনিক, গসপেল এবং এক্সপেরিমেন্টাল সাউন্ডের সংমিশ্রণ দেখা যায়।সংগীতের পাশাপাশি ক্যানি ফ্যাশন দুনিয়াতেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি Yeezy ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন এবং Adidas-এর সাথে কাজ করে একাধিক জনপ্রিয় স্নিকার্স লঞ্চ করেন।
তবে তিনি তার বিতর্কিত মন্তব্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিগত জীবনের কারণে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। তার প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সাথে তার সম্পর্কও মিডিয়ায় ব্যাপক আলোচিত ছিল।
কিন্তু আবার আলোচনার শীর্ষে ক্যানি ওয়েস্ট। সঙ্গীতের সব থেকে বড় সাম্মানিক অনুষ্ঠানে গ্রামীর মঞ্চে ক্যানি ওয়েস্ট হাজির হলেন তার বর্তমান স্ত্রী বিনাকা সেন্সরী কে নিয়ে। সাংবাদিক দের ক্যামেরার সামনে বিনাকা সেন্সরী তার ওভার কোর্ট টি খুলতেই তাজ্জব হয়েগেলেন সবাই। বিনাকা সেন্সরী তার নতুন ফ্যাসনেবল পোশাকটি ছিলো অদ্ভুত। সাধারণত পোশাক দিয়ে শরীর কে আবরণে ঢেকে রাখা হয়, এক্ষেত্রে বিনাকা সেন্সরীর সমগ্র শরীর পোশাকের আবরণে ঢাকা হলেও ছিলো সম্পূর্ণ অনাবৃত। এমনকি সেখানে ছিলো না অন্তরবাস।
ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
Blink twice if you need help 👀#KanyeWest #BiancaCensori #YE #GRAMMYS2025 #Bianca #GrammyAwards #Grammy pic.twitter.com/uB2vk8WCaj
— RyuPixel – 竜ピクセル (@RyuPixelAi) February 3, 2025