শোভন মল্লিক, কলকাতা: সলমনের সবে কলকাতা সফর শেষ হয়েছে। এরপরই এক চিন্তায় পড়ার মতো বিষয় পোস্ট করলেন সলমন ।সলমন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবিসহ পোস্ট করে বলেছেন ‘টাইগার জখমি হ্যায়’। এই দেখে চিন্তায় তার ভক্তরা। এখন তিনি টাইগার থ্রি এর শুটিংএ রয়েছে । তবে সেখানে কি কোন আঘাত পেল সে?
এই নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি । তবে কি এটি ক্যামেরার কারসাজি, নাকি ফিল্মের প্রমোশনস, নাকি সত্যিকারেই আহত তিনি? কিছুই জানা যাচ্ছে না ।
এই ছবি দেখার পর থেকেই ধোঁয়াশার মধ্যে সকলে। সলমনের কমেন্ট বক্সেই সকলের চিন্তা ফুটে উঠেছে। কি হয়েছে সলমনের ? সেটা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন।