Home » ত্বকের যত্নে কয়েকটি ঘরোয়া ফেস প্যাক :

ত্বকের যত্নে কয়েকটি ঘরোয়া ফেস প্যাক :

অলিভ ওয়েল : এই তেল দিয়ে মুখ মালিশ করলে মুখের চামড়া টানটান হয়, বলিরেখা কমে যায়। প্রত্যহ স্নানের পর অলিভ ওয়েল বা জলপাই তেল দিয়ে মুখ মালিশ করুন প্রায় 20 মিনিট ধরে। এর সাথে যদি একটা ভিটামিন ই ক্যাপসুল মেশানো যায় তাহলে ত্বকের জেল্লা অনেকটাই বেড়ে যাবে।

 

নারকেল তেল : রাতে শুতে যাওয়ার আগে মুখ ধুয়ে নিয়ে দশ মিনিট ধরে মুখে নারকেল তেল ও এলোভেরা জেল দিয়ে মালিশ করে শুয়ে পরতে হবে। এরসাথেও একটি করে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন।  পরেরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন। ত্ব্ক টানটান ও উজ্জ্বল হবে।

 

টক দই, পাতিলেবুর রস ও মধু : এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে ১৫ মিনিট ধরে মুখে মালিশ করুন। তারপর মুখে লেগে থাক মিশ্রনটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জল করতে এটি একটি অনবদ্য ফেস প্যাক ।

 

বেসন, হলুদ ও টক দই : প্রখর রৌদ্রের তেজ থেকে আপনার মুখে যদি ট্যান পরে থাকে তাহলে এই তিনটি উপাদানের মিশ্রণ তৈরি করে মুখে ২০মিনিট ধরে মালিশ করুন। এরপর মুখ ধুয়ে হালকা ময়শ্চরাইজার মেখে নিন, মুখের কালচে ভাব দূর হয়ে যাবে।

 

কফি গুড়ো ও বাদামি চিনি : ২ চা চামচ নারকেল তেলের সাথে হাফ চামচ ফিল্টার কফি ও হাফ চামচ বাদামি চিনি মিশিয়ে মুখে ২০ মিনিট ধরে মালিশ করুন। ত্বকের কালচে ভাব কেটে গিয়ে ত্বক উজ্জ্বল দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!