নর্থ জোনের অন্তর্গত জিবি এলাকার পার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসারত দোকানীদের অন্যত্র সরানের ব্যবস্থা করা নিয়ে ট্রাফিকের এসপি, এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ দোকানীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ ও রাজনীতি
‘স্থিতিশীল কিন্তু সঙ্কটজনক’— সৌগত রায়ের শারীরিক অবস্থা ঘিরে উৎকণ্ঠা বাড়ছে
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্নায়ুর সমস্যা, শ্বাসনালির সংক্রমণ, পটাশিয়ামের মাত্রাতিরিক্ত উপস্থিতি, কিডনি ও রক্তচাপের জটিলতায় ভুগছেন তিনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। চিকিৎসায় গঠিত হয়েছে বিশেষজ্ঞদের মেডিক্যাল বোর্ড।