অম্বিকা কুন্ডু, কলকাতা
দীর্ঘ ২বছর পর জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরেছেন কেষ্ট “অনুব্রত মন্ডল”। অনেকেই ভেবেছিলেন এতদিন বাদে বাড়ি ফিরে হতাশায় ভেঙে পড়বেন এবং আর রাজনীতিতে হয়তো যোগদানও করবেন না। কিন্তু সকলের ধারণাকে ভুল প্রমাণ করে তার দিদির প্রতি ভালোবাসা একটুও কমেনি। এমনকি তিনি এখনো দিদির প্রতি অনুগত।
গতকাল তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর কন্যা সুকন্যা এর হাত ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেন “পায়ে একটু ব্যথা রয়েছে, কোমরে ব্যথা রয়েছে। আমি ভালো আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সুস্থ আছি। দিদির পাশে আছি।”
অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেও তার ওপর ভরসা রেখেছিলেন, এবার সেই অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পরে দলনেত্রীর প্রতি যে অটুট ভরসা রয়েছে, তা স্পষ্ট করে দিলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।