অম্বিকা কুন্ড
কলকাতা, ১৮ই আগস্ট ২০২৪
গোটা দেশ এখন উত্তাল হয়ে রয়েছে কলকাতার আর.জি.কর এর ধর্ষণ খুন কাণ্ড নিয়ে। প্রশ্ন এখন একটাই রাতে কর্মক্ষেত্রে কতটা নিরাপদ মহিলারা ?
এই ঘটনার কথা মাথায় রেখে রাতে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ”রাত্তিরে সাথী” নামে নতুন প্রকল্প হাতে নিয়েছেন রাজ্য সরকার। এর সাথে কিছু নিয়ম ও জারি করেছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
নিয়মগুলি হল
১. হাসপাতাল গুলিতে মহিলাদের জন্য শৌচালয় সহ বিশ্রাম কক্ষের ব্যবস্থা।
২. বাড়তি মহিলা নিরাপত্তা রক্ষী
৩. রাত্তিরের সাথী মোবাইল অ্যাপ যা স্থানীয় থানার সঙ্গে সংযুক্ত
৪. সিসিটিভির আওতায় সেফ জোন
৫. মহিলারা গোষ্ঠীবদ্ধ ভাবে কাজ করবে
৬. সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে রাত্তিরের সাথী ইনস্টল করতে হবে।
৭. হাসপাতালের প্রত্যেকটি ফ্লোরে পানীয় জলের সুব্যবস্থা থাকতে হবে
৮. হাসপাতলে প্রবেশের সময় নিরাপত্তা ও শ্বাস পরীক্ষা
৯. রাতে কাজের সময় কর্মস্থলে পরিচয় পত্র ধারণ করে থাকতে হবে
১০. রাতের শিফট থেকে যথা সম্ভব মহিলাদের বিরত রাখতে হবে
১১. রাতের শিফটে মহিলা ও পুরুষ সমানুপাতিক হবে
১২. হেল্পলাইন নাম্বার ১০০ / ১১২