Home » পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কিছুক্ষন আগেই পশ্চিম মেদিনীপুরে সরকারি পরিসেবা অনুষ্ঠানে, রাজ‍্যের মূখ‍্যমন্ত্রী  মাননীয়া বন্দোপাধ‍্যায় উপস্থিত ছিলেন এবং তার সাথে উপস্থিত ছিলেন অভিনেতা তথা ঘাটালের বিধায়ক ও অভিনেতা দেব সহ জুন মালিয়া সহ আরো অনেকে।
সরকারি পরিসেবা প্রদানের পর বক্তব্যে মাননীয়া উক্ত অঞ্চলে বিগত সময়ে মাওবাদী হামলায় প্রান হারানো ২৪ জন পুলিশ কর্মী দের স্মরন করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামী ১৬ই ফেব্রুয়ারি তে মেদিনীপুরে বার্ষিক ঊরুষ উৎসব শুরু করার কথাও ঘোষনা করেন। এই উৎসব কে সম্প্রীতির উৎসব হিসেবেই সকল সম্প্রদায়ের মানুষ কে আহ্বান জানান। আজ মাননীয়া এই অনুষ্ঠানে ৯৬টি নতুন প্রকল্পের শিলন‍্যাস করলেন, যার আনুমানিক মূল‍্য ৬৯৬ কোটি ৬ লক্ষ‍্য টাকা।  এর মধ‍্যে ৪৫ টি প্রকল্পের আজ উদ্বোধন করলেন যার মূল‍্য ২৯০ কোটি ১১ লক্ষ কোটি টাকা।

এই প্রকল্প গুলির মধ‍্যে রয়েছে বেলদা সুপারস্পেসালিটি হসপিটাল, নারায়ন গড়ের স্থানীয় বাসিন্দাদের অনুরোধে এই প্রকল্প বাস্তবায়ন করা হল। এছাড়াও পশ্চিম -পূর্ব মেদিনীপুর জেলার সংযোগ কারী পটাশপুর থেকে বাঙুরচক ২৯ কিমি রাস্তার মেরামত ও চওড়া করার কাজের অনুমোদন দেওয়া হল।

এসব ছাড়াও মাননীয়া আরো অন‍্য প্রকল্পের কথাও উল্লেখ করেন। আপনাদের জন‍্য রইলো সেই ভিডিও।

SOURCE:All India Trinamool Congress FACEBOOK PAGE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!