Home » পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠজসোড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা, রাস্তা সারাইয়ের আশ্বাস মন্ত্রীর।

পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠজসোড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা, রাস্তা সারাইয়ের আশ্বাস মন্ত্রীর।

পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভপুর থেকে মাইশোরাসহ মাঠ জসোড়া পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা। দীর্ঘ ২ বছর ধরে এমনই ছবি দেখে আসছে এলাকার মানুষ জন। রাধাবল্লভপুর থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত ওই রাস্তায় যাত্রীবাহী বাস এবং ট্রেকার চলে। বিপদ জনক ভাবে সাধারণ মানুষদের মোটর বাইকে যাতায়াত করতে হয় ওই রাস্তা দিয়ে। যে রাস্তার ওপর বড় বড় বোল্ডার বেরিয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। নিত্য দিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ওই রাস্তা দিয়ে। হাট বাজার স্কুল কলেজে নিত্যদিন যাতায়াত ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের। তবু হুঁশ নেই প্রশাসনের। ক্ষোভ রয়েছে এলাকা বাসীর মধ্যে।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন হ্যাঁ, রাস্তাটা সত্যিই খারাপ তবে বেশি দিন রাস্তা খারাপ থাকবে না, উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা জেনেছেন কাজেই তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। প্রায় ছয় সাত মাসের মধ্যেই কাজ শুরু হবে। এই নিয়ে অবশ্য বিজেপি ফায়দা তুলতে প্রস্তুত, বিজেপি নেতা গোপাল সাউ বলেন বহু দিন ধরে এই রাস্তার বেহাল দশা, ফলে এলাকার মানুষের সমস্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর আছে রাস্তা খারাপের জন্য, আমি বলব রাস্তাটা খুব তাড়াতাড়ি সারাই করা হোক, তাতে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!