দেশ জুড়ে এখন “পাঠান” ঝড়। সংবাদ মাধ‍্যম থেকে সামাজিক মাধ‍্যমের শিরোনামে এখন শুধুই পাঠান। এক শ্রেনীর মানুষ যারা, শাহরূখ ও তার নতুন ছবি “পাঠান” -এর বিরোধীতা করেছিলেন তারাও “পাঠান” ঝড়ে আজ নিখোঁজ। বলিউডি ছবির ব‍্যাবসার ক্ষেত্রে প্রায় সব রেকর্ড ভেঙে, দক্ষিনি ছবির অনধিকার অনুপ্রবেশের চেষ্টা কে তছনছ করেছে ভিএফএক্স আর অ‍্যাকশনে ভরপুর এই “পাঠান”।

যদিও ঝড়ে বৃক্ষ দোলার সাথে তাল মিলিয়ে বেশিরভাগ দর্শকই বলছেন “পাঠান” ব্লকবাস্টার হয়েছে কিন্তু শিশু সরল মন, তার আধো আধো কন্ঠে বলে ফেলেছে একটা কঠিন “সত‍্য”। পাঠান তার ভালো লাগেনি।

টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ছোট্ট আহানা কে তার অবিভাবক জিজ্ঞাসা করায় আহানা বলছে তার পাঠান ভালো লাগেনি। এই ভিডিও টিতে শাহরুখ উত্তরে মজা করে বলেছেন – এই মতামত একদম অগ্রাহ্য করা যাবে না। আমাকে আরো পরিশ্রম করতেই হবে। দেশের যুব সম্প্রদায়ের কথা এড়িয়ে যাবার সাহস আমার নেই। ছোট্ট আহানা কে তাঁর অভিনিত DDLJ অর্থাৎ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দেখাতে। হয়তো আহানা খুব রোমান্টিক, শিশুমন সম্পর্কে কিছুই বলা যায় না।

আপনাদের জন‍্য রইলো সেই ভিডিওর অসম্পাদিত লিঙ্ক।