গতকাল, স্বাসকষ্ট জনিত রোগে প্রয়াত হলেন, টেলিভিশন (হিন্দি) ও বলিউডের প্রবীন অভিনেতা
জাভেদ খান আম্রোহী। মৃত্যু কালীন বয়স হয়েছিল ৭৪ বছর।

জাভেদ খান আম্রোহী, ১৯৪৯ সালের ২৪শে মার্চ মুম্বাই তে জন্মগ্রহন করেন। ১৯৭০ সালে তিনি তার অভিনয় জীবন শুরু করেন মারাঠী থিয়েটার মাধ‍্যমে তারপর থেকেই তাকে দেখা গেছে টেলিভিশন ও হিন্দি চলচ্চিত্রের একাধিক চরিত্রে অভিনয় করতে। তিনি প্রায় ১৫০ টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। জনপ্রিয় হয়েছিলেন দিল্লি দূরদর্শন প্রযোজিত ধারাবাহিক “নুক্কড” থেকে।

আমীর খান অভিনীত “লাগান” ফিল্মে অভিনয়ের জন‍্য তিনি যথেষ্ট খ‍্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও তার অভিনীত “আন্দাজ আপনা আপনা”, “চাক দে ইন্ডিয়া”, “সড়ক”, “বাপ নম্বরী বেটা দশ নম্বরী ইত‍্যাদি প্রভুত খ‍্যাতি অর্জন করেছিল।

গতকাল তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে নেমে আসে শোকের ছায়া।