ইন্টারনেট সহজলভ‍্য হবার পর থেকে সব থেকে জনপ্রিয়  সামাজিক মাধ‍্যম ফেসবুক। কিন্তু ইদানিং কালে ফেসবুক অন‍্য সামাজিক মাধ‍্যমগুলির সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে শুরু করেছে। অনেকেই ফেসবুক ব‍্যাবহার করা থেকে বিরত থাকছেন। তাদের মধ‍্যে অন‍্যতম হলেন বাংলা বিনোদন জগতের বিখ্যাত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কলকাতা বিনোদন জগতে বিশেষ কাজ না করলেও তিনি তার নিজস্ব শর্টফিল্ম বা অন্য নানান বিনোদন জগতের কাজে বিশ্বের নানান দেশ থেকে সম্মানিত হচ্ছেন এখনো। প্রমান করেছেন তাকে আটকে রাখা অসম্ভব। আর এই কারনেই তিনি থাকেন জনপ্রিয়তার শীর্ষে।

শ্রীলেখা, সামাজিক মাধ‍্যমে যথেষ্ট সক্রিয় থাকেন তার নানান মতামত নিয়ে। কখনোও বিনোদন জগত, কখনো বা তার সারমেয় প্রীতি আবার কখনো নানান বিতর্কিত বিষয় নিয়ে। কিন্তু এবার একেবারেই অন‍্য কথা শোনালেন শ্রীলেখা। শোনালেন, কি ভাবে সামাজিক মাধ‍্যমের ইন্দ্রজালের নেতিবাচকতা থেকে দূরে রেখে নিজেকে অনেক ভালোরাখা যায়।

তিনি তার ইন্স্টাগ্রাম প্রোফাইলে লাইভে এসে বলেন, ইদানিং কালে তিনি নিজেকে ফেসবুক থেকে সরিয়ে রেখেছেন। সকালে ঘুমথেকে উঠেই সবার আগে ফেসবুক খুলে দেখা – সেখানে তার পোষ্টে কে কি মন্তব্য করেছেন, তাকে কি প্রত‍্যুত্তর দেওয়া যায়, সেই সবের থেকে নিজেকে সরিয়ে রেখে, নিজেকেই নতুন করে ফিরে পেয়েছেন। তিনি তার গুনমুগ্ধ অনুগামীদের ও বলেছেন এভাবেই নিজেদের কে সামাজিক মাধ‍্যমের নেতিবাচকতা থেকে দুরে সরিয়ে রাখতে। তার বদলে নীল আকাশের সাথে, গাছেদের সাথে, প্রকৃতির সাথে সময় অতিবাহিত করার পরামর্শ দিয়েছেন।

শ্রীলেখা আরো বলেন, মনের মধ‍্য এই নেতিবাচকতাই আনে অবসাদ আর অবসাদ জীবনের আনন্দ কেড়ে নেয়। একসময় টলি পাড়ার এক অভিনেত্রী কি ভাবে তার শরীর নিয়ে তাকে খোঁটা দিতেন সেকথাও উল্লেখ করেছেন নাম না করেই। এখন এভাবেই ভালো আছেন শ্রীলেখা। মন দিয়েছেন নতুন লেখায়। নতুন কিছু কাজের কথাও ভাবছেন। আর এর সাথে মন দিয়েছেন নানান পদের রান্নায়। স্বীকার করলেন এই সামাজিক মাধ‍্যমে তার স্থুল শরীরের বিতর্কের কারনে বন্ধ করেছিলেন বেশ কিছু খাবার। এখন সব কিছু থেকেই তিনি মুক্ত, স্বাধীন ও ইতিবাচক।