ভারতবর্ষ, যেখানে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী নিজে ভারতীয় নারীদের বিকাশবৃদ্ধি করার জন্য প্রচার করেন “বেটি বাঁচাও, বেটি পড়াও” সেখানেই এবার এলো মধ্যযুগীয় বর্বর্তার চরম নিদর্শন।
বিগত ২৪ঘন্টায়, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলির মধ্যে এটি অন্যতম যার সত্যতা দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস যাচাই করেনি কিন্তু ভাইরাল হওয়া ভিডিও টিতে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব কে ট্যাগ করে তৃণমূল কংগ্রেস বলছে – মধ্যপ্রদেশের রেওয়া জেলায়, রাস্তা তৈরীর বিরোধিতা করার কারণে দুই মহিলা কে প্রায় জীবন্ত কবর দেবার মতো কঠিন ও মধ্যযুগীয় বর্বর্তার নিদর্শন দিয়েছেন বিজেপি কর্মীরা।
Aayi NDA ki yeh sarkar
— All India Trinamool Congress (@AITCofficial) July 22, 2024
Laayi mahilaon pe teen guna atyaachar
Atrocities against women have become an epidemic under BJP-backed lawlessness.
In MP's Rewa, two women were nearly buried alive for opposing road construction. CM @DrMohanYadav51 should hang his head in shame! pic.twitter.com/9vqsmgCwjr
আমাদের দেশে যেখানে আইন বা প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেখানে যেকোনো কারণে কি আইন বা প্রশাসনিক ব্যবস্থা বিজেপি কর্মীরা হাতে তুলে নিতে পারেন? দিতে পারেন বিরোধিতা করার শাস্তির নিদান?
যদিও আমাদের রাজ্যের মুখ্য বিরোধী দল বিজেপি বার বার ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আনলেও টা পরে কৃত্রিম বলেই প্রমাণিত হয়েছে।। ২০২৪ এর ২১শে জুলাই এর ভীড় এটাই প্রমান করে রাজ্যবাসী এখনো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বিন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে