অম্বিকা কুন্ডু ,কলকাতা
গত ২৭ শে আগস্ট ছাত্র আন্দোলনে সামিল একজন সাধারন মানুষ যার ভিডিও সামাজিক মাধ্যম গুলিতে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ব্যক্তিটির নাম “বলরাম বসু”। সে জনপ্রিয় ভিডিওর কারণে তাকে অনেকে ভালো এবং অনেকে মন্দ বলেছেন।
গত ২৮ শে আগস্ট তার আরো একটি ভিডিও সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। তুই ভিডিওটিতে তিনি সাধারণ মানুষকে আর জি কর ঘটনায় প্রতিবাদে যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চালিয়ে যাওয়ার এবং ছাত্র আন্দোলনের সামিলরত আহত মা-বোন ভাই এবং পুলিশ কর্মীদের প্রতি যত্নবান হওয়ার বার্তা দিয়েছেন।
তিনি আরোও বলেছেন আর জি কর কান্ডের ন্যায় বিচারই যেন সাধারণ মানুষের লক্ষ্য হয়।
Post Views: 114