Home » বাড়িতে দোকানের মতো মিষ্টি দই পাতবেন কী ভাবে

বাড়িতে দোকানের মতো মিষ্টি দই পাতবেন কী ভাবে

মিষ্টি দইয়ের প্রতি প্রেম নেই এমন বাঙালির সংখ্যা খুবই কম। শেষ পাতে দই ছাড়া ভূরিভোজ সম্পন্ন হয় না অনেকেরই। কিন্তু সব সময়ে দই কিনতে মিষ্টির দোকানে দৌড়ানোও সম্ভব নয়। কিন্তু টক দই যত সহজে বাড়িতে পাতা যায়, মিষ্টি দই বানানো ততটা সহজ নয়। দেখে নিন, কী ভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দোকানের মতো মিষ্টি দই।

ঘরে মিষ্টি দই  পাতার রেসিপি

উপকরণ
2 লিটার দুধ
1 বড়ো কাপ চিনি
½ কাপ জল ঝরানো টক দই

পদ্ধতি

  • যাঁরা বাড়িতে দই পাতেন নিয়ম করে, তাঁদের পক্ষে টক দই জোগাড় করা সহজ। সে সুবিধে না থাকলে প্যাকেটের দই কিনে জল ঝরিয়ে নিন।
  • ছাঁকনির উপর দই রাখলেও চলবে, সারা রাতে জল বেরিয়ে যাবে।
  • এবার দুধ জ্বাল দিতে বসান।
  • গ্যাস বাড়িয়ে রাখুন এবং হাতা দিয়ে সমানে নাড়তে হবে।
  • দুধ ফুটতে ফুটতে মরে আসবে। ঘন, লালচে হয়ে এলে নামিয়ে নিন।
  • অর্ধেক চিনি মেশান। বার বার নাড়তে হবে, সর পড়লে খেতে ভালো লাগবে না।
  • যাঁরা সাদা দইয়ের ভক্ত, তাঁরা পুরো চিনিটাই মেশান। লাল দইয়ে আরও খাটুনি আছে।
  • একটা নন-স্টিক প্যান আঁচে বসান, বাকি চিনিটা ঢালুন।
  • খুব ধীর গতিতে চিনি গরম হবে, তার পর পুড়ে প্রথমে সোনালি ও পরে লালচে রং ধরবে।
  • চিনি খুব দ্রুত গলে যাবে, দরকারে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিন। ক্যারেমেলের লালচে সোনালি রংটাই আপনার দরকার, তার চেয়ে গাঢ় হলে লাল দইয়ের মজাটাই থাকবে না।
  • এর মধ্যে দুধ মেশান ধীরে ধীরে, নাড়তে থাকুন সমানে।
  • ফের খানিকক্ষণ জ্বাল দিতে হবে, দুধ আরও মরে আসবে।
  • এবার নামিয়ে এক বড়ো চামচ মিল্ক পাউডার মেশাতে পারেন, না মেশালেও চলবে অবশ্য।
  • সমানে নাড়ুন। একটা সময়ে দুধ ঠান্ডা হয়ে আসবে, সামান্য গরম অবস্থায় টক দই মেশান। (সাদা দইয়ের ক্ষেত্রেও এক নিয়ম)
  • মেশানোর আগে টক দই ভালো করে ফেটিয়ে নিন।
  • দুধে খুব ভালো করে টক দই মিশে গেলেই আপনার কাজ শেষ।
  • পাত্রে ঢেলে চাপা দিয়ে রান্নাঘরের গরম কোণে রাখুন।
  • রাখা যায় মাইক্রোওয়েভ বা প্রেশার কুকারের ভিতরেও।
  • ছয় থেকে আট ঘণ্টার মধ্যে দই সেট করে যাবে।
  • তার পর ঠান্ডা করে নিন এবং সপরিবার উপভোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!