একেবারেই জৌলুসহীন ছিল সেই অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্রের এই তারকার বিবাহে উপস্থিত ছিলেন না কোন বলিউডি তারকা বা সাংবাদিকরা। একে বারেই চুপিসারে সেরে ফেললেন বিবাহ। পাত্র কে আপনারা অনেকেই চেনেন। পাত্র সমাজবাদি পার্টির নেতা ফহাদ জিরর আহমদ।
বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউডের “কিউট কাপল” কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়াও রাকুলপ্রীত ও জ্যাকি ভাগনানি, মালাইকা অরোরা ও অর্জুন কাপুর, বিদ্যুত জামওয়াল ও নন্দিতা মাহতানি অনেকেই। আর এই বিয়ের মরশুমেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর একদম চুপি সারেই বিয়ে সেরে ফেললেন।
আজ নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করলেন তার বিবাহের কিছু ছবি। একেবারেই জৌলুসহীন ছিল সেই অনুষ্ঠান। কারন এটা ছিল আইনি বিবাহ। এই অনুষ্ঠানে বলিউড জগতের কোন সেলেব আমন্ত্রিত ছিলেন না। নব দম্পতির কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সদস্যদের উপস্থিতিতেই এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলেই দেখা যাচ্ছে।
যদিও স্বরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি তারা একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবেন এখন তারা সেই আয়োজনেই ব্যাস্ত থাকবেন।
আপনাদের জন্য রইলো এই বিবাহের কিছু ছবি ও ভিডিও যা শেয়ার করেছেন স্বরা ভাস্কর নিজেই।