Home » বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতা।

বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতা।

শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্ত : এবারে বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতাবাঘ।এমন খবর পাওয়া গিয়েছে বেঙ্গল সাফারির তরফ থেকে। জানা গেছে করোনার পরে অনেক বার চেষ্টা করেও আনা যায়নি চিতাবাঘকে।

বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতা।

যদিও শোনা গেছে খরচ বেশী থাকায় এতদিন ইতস্তত করছিলেন বেঙ্গল সাফারি কতৃপক্ষ। দুটি চিতা আনা হয়েছে বলে জানা গেছে।এদের মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা। আরো একটি চিতা আসতে পারে বলে জানা গেছে বেঙ্গল সাফারির তরফ থেকে।

বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতা।

শিলিগুড়ির বেঙ্গল সাফারি যথেষ্ট জনপ্রিয় গোটা বাংলার মানুষের কাছে। আলিপুর চিড়িয়াখানা এবং দার্জিলিং এর চিড়িয়াখানা র পরে বেঙ্গল সাফারি মন জয় করে নিয়েছে মানুষের কাছ থেকে।

বেঙ্গল সাফারিতে আসতে পারে আফ্রিকার চিতা।

তাই এবারে দর্শকদের কথা ভেবেই বেঙ্গল সাফারি কতৃপক্ষ আধুনিক করে তুলতে চাইছেন গোটা সাফারি পার্ককে। এতে অনেকটাই জনপ্রিয়তা বাড়বে বলে জানা গেছে। তবে বেঙ্গল সাফারি কতৃপক্ষ জানিয়েছে এই শীতে বিদেশী পাখিও আনতে পারে তারা। তবে সবকিছু নির্ভর করছে একেবারে সময়ের উপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!