ভালোবাসার মরশুম- এই ভ্যালেন্টাইন ডে তে কৌশিক ইভেন্টসের এক অভিনব উদ্যোগ পুরনো দিনে আমাদের মনের কথা মনের মানুষকে বলার বা জানানোর সবথেকে বড় উপায় ছিল বোধহয় চিঠি লেখা।
সেই চিঠি লেখাটা আজকে প্রায় লুপ্তপ্রায়। ডিজিটাল প্লাটফর্মে সবটাই এখন এসএমএস আর হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা মনের কথা বলে থাকি। কিন্তু সেই চিঠি লেখার নস্টালজিয়া আমরা আবার ফিরিয়ে এনে এই ভ্যালেন্টাইন ডে তে।প্রেমের চিঠির সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রেমিক-প্রেমিকা যুগলের জন্য বাংলা গান আড্ডা আর সেইসঙ্গে খুব আনন্দের মুহূর্ত উপভোগ হল অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়ক গৌরব সরকার, সুজয় ভৌমিক ,অর্ক মিশ্র ,ইন্দ্রজিৎ দে ইন্দ্র ,অভিষেক নাট্য,জ্যোতি শর্মা, রক্তিম ,জয় সরকার ,কবিতার রাজা ,সোমদত্তা ব্যানার্জি, এনি আহমেদ ,মহুল চক্রবর্তী ,ইশা রাজবংশী ,শ্রীময়ী রায়চৌধুরী ,নবনীতা পাল চৌধুরী, তন্ময় চক্রবর্তী ,অনিন্দ, পিয়ালী পাল এবং আরো অনেকে সন্ধ্যে সাতটা থেকে নটা উইন্ড অফ চেঞ্জে । এমন এক বিপুল সংগীতের আয়োজন এর জন্য কৌশিক ইভেন্টস কে সবাই ধন্যবাদ জানালেন ।