Home » শারদ সুন্দরী ২০২৩

শারদ সুন্দরী ২০২৩

শারদ সুন্দরী ২০২৩

শুরু হল সৌন্দর্য প্রতিযোগিতার এক নতুন অধ‍্যায়। এই অনুষ্ঠানে নাম দিতে পারেন বিবাহিত ও অবিবাহিত (প্রাপ্ত বয়স্ক) সকলেই। শুধু শারীরিক সৌন্দর্য নয়, হৃদয় থেকেও কতটা সুন্দর সেটাও দেখা হবে এই প্রতিযোগিতায়। নানাবিধ পর্যায়ের পর, আগামী মহালয়ার সন্ধ্যায় কে হবে এবছর শারদ সুন্দরী এবার সেটার অপেক্ষায় শহরবাসী। বিশদ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন – 7603043747

নিয়মাবলী :-
———————
1. বয়স সীমা – ১৮ থেকে ৪৫ বছর ।
2. অবিবাহিত ও বিবাহিত সবাই অংশ গ্রহন করতে পারেন।
3. যেহেতু এখানে শুধুমাত্র ফ‍্যাশনের দিক থেকেই নয় সাথে বিচার করা হবে অনান‍্য প্রতিভা তাই দৈহিক উচ্চতার পরিমাপ নেই।
4. + SIZE ও সাধারন উভয়ই অংশ গ্রহন করতে পারেন।
5. রেজিস্ট্রেশনের মোট মূল‍্য – ৩৪৯৯.০০ টাকা
6. প্রাথমিক রেজিস্ট্রেশন মূল‍্য – ৫০০.০০ টাকা, যা আপনাদের G-PAY বা PHONE PAY করতে হবে সাথে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে। এবং প্রথম পরিচয় পর্বের পরে বাকি ৩০০০ টাকা প্রদান করতে হবে।
7. দুদিন গ্রুমিং করানো হবে। গ্রুমিং করাবেন ফ‍্যাশন জগতের বিশিষ্ট গ্রুমার।
8. গ্রুমিং এর পর অন লাইন ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে দেখা হবে বাড়িতে কে কতটা অনুশীলন করতে পারছেন। প্রয়োজনে তাদের আবার গ্রুমিং করানো হবে।
9. এর পর হবে ফটো শুট ও ভিডিও প্রোফাইল।
10. সেমিফাইনাল রাউন্ড
11. ফাইনাল – যা অনুষ্ঠিত হবে মহালয়ার দিন।
12. মুল অনুষ্ঠান ও গ্রুমিং এর স্থান বলে দেওয়া হবে।
13. অংশ গ্রহনকারীরা পাবেন মিডিয়া কভারেজ। সার্টিফিকেট। বিজয়ীরা পাবেন ক্রাউন, ট্রফি আর আমাদের চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ।
14. বিচারকের ভূমিকায় থাকবেন বিনোদন জগত ও সমাজের খ‍্যাতনামা ব‍্যাক্তিত্বরা।
15. যেহেতু এই অনুষ্ঠান একেবারেই পারিবারিক তাই এখানে কোন রকম বিকিনি রাউন্ড বা শরীর প্রদর্শন হয় এমন কোন রাউন্ড এখানে থাকবে না।
** যারা আমাদের ক্রনিকেলস পরিবারের আগের ইভেন্টে অংশগ্রহণ করেছেন তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাবেন বিশেষ ছাড়।

Click to Go Up
error: Content is protected !!