গতকাল দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত অনওয়ার শাহ রোডের একটি বিখ্যাত মলে হয়ে গেল ডিরেক্টর রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘সন্তান’-এর স্পেশাল স্ক্রিনিং। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে আমন্ত্রিত ছিলাম আমরাও। যথাসময়ে আমরা পৌঁছে গেছিলাম এবং দেখতে পেলাম অন্যান্য সকল কলাকৃতিদের বা নায়ক নায়িকাদের এছাড়াও উপস্থিত ছিলেন অনেক কলা কৃতিরা যারা এই ছবির অংশ নন তাদেরকে স্পেশালি ইনভাইট করা হয়েছিল। প্রত্যেকেই এই ছবির বিষয়বস্তু নিয়ে খুবই উৎসাহিত-উচ্চশিত। সিনেমার কলাকৃতিদের ছাড়াও দর্শকদের মধ্যে ছিল অন্য রকমের উন্মাদনা। অনেকদিন পরে বাংলায় এই রকমের বিষয়বস্তুর ওপরে ছবি আমাদের হলে আসতে চলেছে।
সন্তান ছবিতে আমরা দেখতে পাবো যে একজন নিষ্ঠাবান পিতাকে যখন তারই লালন-পালন করা পুত্র প্রত্যাখ্যান করে, তখন কি ঘটে? আদালতে ন্যায় বিচারের প্রয়াসে পরিবার সুস্থ হবে ,নাকি বিভাজন আরও গভীর হবে? আমরা দেখা পেয়েছিলাম রাজ চক্রবর্তী যিনি এই মুভির ডিরেক্টর, শ্রীকান্ত মহাতা যিনি এই মুভির প্রডিউসার, আরো দেখা হয়েছিল ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, খরচ মুখার্জি, সোহিনী সেনগুপ্ত, অহনা দত্ত এবং অনুসূমজুমদারের সঙ্গে যারা এই মুভিতে অংশগ্রহণ করেছিলেন। আমরা অহনা দত্তর সাথে কথা বলতে পেরেছিলাম যিনি এই সিনেমায় নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছেন।
আমরা যখন অনুসূয়া দত্তের থেকে জানতে যাই যে তিনি ঋত্বিক চক্রবর্তী যাকে আমরা ‘পরিনিতি’ মুভির বাবাইদা হিসেবে দেখেছি তাকে এই মুভিতে একটা নেগেটিভ চরিত্রে দেখতে তার কেমন লাগছে তখন তিনি এর উত্তর বলেছিলেন যে যে আমাদের তাকে এই রোলে দেখে একদম অন্যরকম লাগবে চক্রবর্তী যে তার পিক অব দ্য ক্যারিয়ারে এসে এরকম একটা সাবজেক্ট নিয়েছেন ছবি করেছে এবং নিজেকে ভেঙেছে তার তুলনা হয় না এবং তিনি আমাদের ইন্ডিয়ান প্রনিকাসদের দর্শকের জন্য নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
আমরা কথা বলতে পেরেছিলাম স্বয়ং ঋত্বিক চক্রবর্তী সঙ্গে। এই স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন টোটা রয় চৌধুরী যখন তাকে আমরা জিজ্ঞেস করলাম যে এখনকার সময় সব ডিরেক্টরররাই কিছু অ্যাডভেঞ্চার বা হরার বা হচ্ছে একশন মুভির দিকে যাচ্ছে তখন এই রকম একটি সামাজিক মুভি প্রতিক্রিয়া হবে তখন তিনি জানালেন যে এই ছবিটি মেসেজ একটি মেসেজ এবং এন্টারটেইনমেন্ট মিশ্রিত এক সামাজিক ছবি যা বাংলার স্বর্ণযুগের মানুষ ভালবাসবে। আমরা আরো অন্যান্কলাকৃতি দের সাথে কথা বলেছি এবং তারা সকলেই ট্রেলার টা দেখে বলেছেন যে ‘সন্তান’ সিনেমাটি সবার দেখা উচিত এবং এটা সকলেরই খুবই ভালো লাগবে
Asutosh college.
Department of Journalism and Mass Communication.
Asutosh college.
Department of Journalism and Mass Communication.