Home » সান্তার গিফট হোক” নতুন বছরের শুভেচ্ছা” : ফিরে দেখা ২০২৪

সান্তার গিফট হোক” নতুন বছরের শুভেচ্ছা” : ফিরে দেখা ২০২৪

আজ ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন আবার christmas. বড়দিনে আমরা সাত্নার কাছে নানা রকমের গিফট এর আবদার করি। তবে এই বছর হোক একটু অন্যরকম গিফট। বছর প্রায় শেষ হতে যায় অনেকের মুখে শুনেছি ২০২৪ তাদের নাকি ভালো কাটেনি , অনেক অনেক আপনজন হারিয়েছে, কাছের মানুষ , কাছের বন্ধু হারিয়েছে, এই সালটি নাকি তাদের কাছে খুবই বাজে। অন্যদিকে বাজে হওয়ার ও অনেক কারণ আছে দেখুন না সেই ‘ অভয়া’ আজও বিচার পেলনা, মানুষ আস্তে আস্তে সবটা ভুলে যাচ্ছে , বিচারের আশায় কত পরিবার কাতর হয়ে পরে আছে , বলুন না খুব ভালো কী কাটছে সবার বছরটি??

অন্যদিকে নববর্ষের দিনেই জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সুনামি সৃষ্টি হয় এবং শতাধিক মানুষ প্রাণ হারান,

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ব্রাজিলে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারান এবং দেড় লক্ষাধিক মানুষ গৃহহীন হন।

এছাড়া জুন, জুলাই মাসে বাংলাদেশে হওয়া কোটা আন্দোলন, জয় হিংসা, রাগারাগি, রক্তারক্তির পরিবেশ সৃষ্টি করেছিল।

সমস্ত ঘটনাই তো আর খারাপ নয়, বেশ কিছু ঘটনাও এর মধ্যে ভালো ঘটেছে, যেমন ভারতের T20 বিশ্বকাপ জেতা।

যাই হোক, জীবনে চলার পথে খারাপ ভালো দুটি সময় আসবে, সেটিকে অতিক্রম করার দায়িত্ব আমাদের। তবে আজ এই বড়দিনটাকে আমরা সুন্দর করে উদযাপন করতেই পারি, যিশুখ্রিস্টের উপাসনার সঙ্গে সঙ্গে কেক কেটে আমরা দিনটিকে আরো সুন্দরময় করে তুলতে পারি। বছর শেষে সান্তার কাছে একটাই প্রার্থনা
” আগামী বছরগুলো যেন আরো সুন্দর হয়, মানুষের মধ্যে হিংসে বিদ্বেষগুলি দূর করে তাদের জীবনে যেন আবেগ মায়ামমতা ফিরে আসে “

কেয়া নস্কর
গণমাধ্যম, আশুতোষ কলেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!