২০২৪ এ গণেশ পূজার সময় ৬ই সেপ্টেম্বর দুপুর ৩টা ০১মিনিট হইতে ৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৫ টা ৩৭ মিনিট পর্যন্ত
দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুত্র গণেশ। গণেশ নামের অর্থ জনগণের প্রভু। গজানন গণেশ হলেন বুদ্ধি,সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। হিন্দু শাস্ত্র মতে হাতির মাথাযুক্ত দেবতার জন্মের সময়কে গণেশ চতুর্থী বলা হয়। এই চতুর্থী শুরু হয় ভাদ্র মাসের শুক্লা চতুর্থ থেকে।
মনে করা হয় যারা গণেশ পূজা করেন তাদের অর্থাৎ গণেশ ভক্তদের সাংসারিক,ব্যবসায়ী অথবা পেশাগত কোন সমস্যা থাকলে গণেশ চতুর্থীর দিন পূজা করলে তা থেকে মুক্তি পাওয়া যায়। গণেশ চতুর্থী প্রথম কবে কোথায় এবং কিভাবে পালিত হয়েছিল তা অজানা। তবে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা শিবাজি এর যুগ থেকে পুনে শহরে প্রকাশ্যে পালিত হয় এই গণেশ চতুর্থী।
মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্থান ইত্যাদি, পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল রাজ্য গুলিতে এই উৎসব পালিত হয় বড়ই ধুমধামের সঙ্গে।
গণেশ পূজা পদ্ধতি ও মন্ত্র
গণেশ পূজা করার সময় “ওম গনপাতায়ে নমঃ” মন্ত্রটি উচ্চারণ করে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। এর পাশাপাশি সুগন্ধি ধূপ ধরিয়ে চন্দন কাঠের সামনে পান পাতার ওপর সুপারি রাখতে হয়।
গনেশ পূজা সামগ্রী
- একটি গণেশের মূর্তি
- লাল কাপড়
- পবিত্র সুতো
- তামার ঘটি
- নারকেল
• পঞ্চামৃত - পাঁচ ধরনের ফল
- অক্ষত অর্থাৎ (ভেজা হলুদ, জাফরান এবং চন্দনের পেস্টের সাথে চালের মিশ্রণ)
- চামচ
- প্লেট
- কুমকুম
- হলুদ
- চন্দন
- পান ও বাদাম
- আমের পল্লব
- প্রদীপ