রাজনৈতিক তরজায় নতুন করে হাওয়া দিলেন তৃনমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। আজ চুঁচুড়ার ২৯ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কমিটির আয়োজিত একটি রক্তদান শিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক এরকমই বললেন কুনাল ঘোষ। তিনি পরিস্কার ভাবে ঘোষনা করলেন ২০৩৬ অবধি মমতা বন্দোপাধ্যায় থাকবেন মূখ্যমন্ত্রী এবং তারপর অভিষেক বন্দোপাধ্যায় হবেন মূখ্যমন্ত্রী এবং সকল তৃনমূল কর্মীদের আহ্বান জানালেন মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দোপাধ্যায়ের সেনাপতিত্বে দল কে সমর্থন করে এগিয়ে নিয়ে যেতে। এর সাথে সাথেই সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম কে আক্রমন করে বলেন – সেলিম ও তার দল এখন বিজেপির ভোটার ও বিজেপির দালাল। মহম্মদ সেলিমের ভোট কমেছে, সেখানে বিজেপির ভোট বেড়েছে। মহম্মদ সেলিম কি ভুলে গেছেন যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচারে গিয়ে চরনামৃত খেয়েছিলেন.. ওনার কি মনে হয়েছিল??
তৃনমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষের এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও রাজ্যের তৃনমূল বিরোধী দলের নেতৃত্বরা ইতিমধ্যেই কুনাল ঘোষের বক্তব্যকে গুরুত্ব দিতেই নারাজ। আপনাদের জন্য রইলো একটি ভিডিও রিপোর্ট।