বর্তমান সময়ে বাংলা সঙ্গীত জগতে, সঙ্গীত পরিচালক জয় সরকার বেশ পরিচিত। বেশ কিছু বাংলা গানের রিয়েলিটি শো-তেও তাকে বিচারকের আসনে দেখা গেছে। এছাড়াও বেশকিছু বাংলা চলচ্চিত্রে তার পরিচালিত সঙ্গীত মানুষের মন জয় করেছে। এবার সেই জয় সরকার প্রতিবাদে গর্জে উঠলেন। গতকাল সঙ্গীত পরিচালক জয় সরকার তার সামাজিক মাধ্যমে লাইভে এসে জানান, গত দুইএকদিন আগে মেদিনীপুর কন্টাইয়ের বক্সীপুর নামক একটি জায়গায়, কোন গন্ডোগোলের কারনে কয়েকজন বাদ্যযন্ত্র শিল্পীকে আটকে রাখা হয়েছে।
প্রথমদিকে গুরুত্ব না দিলেও পরবর্তীকালে পুরো বিষয় টি শুনে গাশিউরে হঠে সঙ্গীত পরিচালক জয় সরকারের। তিনি বলেন, গত ৩রা এপ্রিল, মেদিনীপুর কন্টাইয়ের বক্সীপুরে একটি অনুষ্ঠান কে ঘিরে গন্ডোগোলের জেরে, ৫জন বাদ্যযন্ত্র শিল্পী কে গতকাল রাত অবধি আটকে রাখা হয়। অর্থাৎ প্রায় ৬দিন আটকে রাখাহয়। ইতিমধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাদের মূল্যবান বাদ্যযন্ত্র সহ সাউন্ডের যাবতীয় যন্ত্র গুলি এখনো ছাড়া হয়নি। যদিও ঘটনাটির সুত্রপাত হয় অভিনেত্রী দেবশ্রী রায়ের ওই অনুষ্ঠানে যাবার প্রতিশ্রুতি ভঙ্গের পর। যে মধ্যস্ততাকারীর মাধ্যমে দেবশ্রী রায়কে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল সেই মধ্যস্ততাকারীর সাথেই অভিনেত্রী দেবশ্রী রায়ের কোন গন্ডোগোল হওয়াই একমাত্র কারনই। যদিও এবিষয়ে বিশদ জানেন না বলেও জানিয়েছেন জয় সরকার। কিন্তু তার ফল স্বরুপ যারা ওখানে গান বাজনা করতে গিয়েছিল সেই ব্যান্ডের পাঁচজন কে ওখানে আটকে রাখা হয়। এ জাতীয় ঘটনা নতুন কিছু না। জয় সরকার আরো বলেন, তিনি নিজে এক সময় প্রায় পনের বছর পশ্চিমবঙ্গের বহু অনুষ্ঠানে গীটার বাজিয়ে ঘুরেছেন। নানান জায়গায় এধরনের ঘটনা ঘটে কিন্তু তা কয়েকঘন্টার মধ্যে বা একরাত্রেই মিটমাট হয়েযেত। কিন্তু যেটা ভয়ঙ্কর আজ ৬দিন ধরে বাদ্যযন্ত্র শিল্পীদের আটকে রাখা হয়েছিল। যাঁর যাবার কথা তিনি না যেতে পারার কারনে আটকে রাখাহল নির্দোষ বাদ্যযন্ত্র শিল্পীদের যারা ওখানে সুস্থভাবে আনন্দ দিতে গিয়েছিলেন। এতকিছুর পরেও স্থানীয় পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না।
আপনাদের জন্য রইলো সেই অসম্পাদিত ভিডিওর লিঙ্ক।