গতকাল ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এবং আজ সকালেই মালাইকা আরোরা পিতা অনিল আরোরা বান্দ্রারার বহুতল এর ৭তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।
BREAKING 🚨 Malaika Arora's father Anil Arora committed suicide by jumping from the roof.😭
— Suresh Choudhary (@suresh_7557) September 11, 2024
This is a very sad incident.
Police are investigating the incident. #MalaikaArora pic.twitter.com/RPNCx9oGaz pic.twitter.com/odj6jxnZ3H
অম্বিকা কুন্ডু, কলকাতা
বলিউডের চর্চিত মালাইকা অরোরার পিতা বুধবার মুম্বাইয়ের বান্দ্রার একটি বহু তল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আবরাজ খান। ঘটনাস্থলে এসে পৌঁছান মুম্বাই পুলিশ। আবরাজ খান পুলিশের সঙ্গে কথোপকথন করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন ৭তলা থেকে ঝাঁপ দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃত দেহটিকে পাঠানো হয়েছে হাসপাতালে। অভিনেত্রী সেই সময় বাড়িতে ছিলেন না, খবর পাওয়া মাত্রই ছুটে আসেন। পুলিশ বিল্ডিং এর সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন অভিনেত্রী মালাইকা আরোরা পিতা অনিল আরোরা। অভিনেত্রী ১১ বছর বয়সে তার পিতা-মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এবং এরপর থেকে অভিনেত্রী ও তার বোন অমৃতা আরোরা তার মা জয়সির সঙ্গেই থাকেন। অভিনেত্রীর তার পিতার সঙ্গে সম্পর্ক ছিল ভালো। অভিনেত্রীর তার প্রাক্তন স্বামী আবরাজ খানের সঙ্গে বিবাহের পর অভিনেত্রীর পিতা ও তার প্রাক্তন স্বামীর সম্পর্ক ছিল খুবই ভালো।
বিল্ডিং এর তল্লাশি চালিয়ে কোনোর রূপ সুইসাইড নোট উদ্ধার হয়নি এবং আত্মঘাতী হওয়ার কারণ জানা যায়নি।