পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ গত ১৬ই জুন মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’ মুক্তির পর থেকেই উত্তাল হয়ে আছে দর্শকরা। সংলাপ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। গত মঙ্গলবার ২৭শে জুন এলাহাবাদ হাইকোর্ট ‘আদিপুরুষ’ নির্মাতাদের সমালোচনা করেছে। চরিত্রায়ন থেকে শুরু করে কুরুচিকর সংলাপ নিয়ে সরব হয়েছে হাইকোর্ট। ছবি দেখেই ক্ষুব্ধ হয়েছিলেন দর্শকরা। রামের ভক্তরা তীব্র প্রতিবাদ করেছে ছবির। এই সমস্ত দিক মাথায় রেখেই উত্তর চাইল এলাহাবাদ হাইকোর্ট।
আদিপুরুষ ছবির স্ক্রিপ্ট রাইটার মনোজ মুনতাসির শুক্লাকে নোটিশ দেয় হাইকোর্ট। তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে এমন সংলাপ লেখার কারণ জানাতে হবে বলেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংবাদ মাধ্যমকে হাইকোর্ট তরফ থেকে জানানো হয়েছে এই সংলাপগুলি খুবই উদ্বেগ ও আপত্তি জনক। রামায়ণ হিন্দুদের মহাকাব্য তার এই অপমান মেনে নেওয়া ঠিক না।
হাইকোর্ট তরফ থেকে এদিন আরও বলা হয়, নির্মাতা দের ভাগ্য ভালো মানুষ এখনও শান্ত আছে নিজের হাতে আইন তুলে নেয়নি। হাইকোর্টের বেঞ্চের কথায় মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই ছবি। রামায়নে কেন কিছু প্রাপ্ত বয়স্ক দৃশ্য রাখা হয়েছে তাই নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। ডেপুটি সলিসিটর জেনারেল বলেন ছবির প্রসঙ্গে বলেন আপত্তিকর সংলাপ বদলে ফেলা হয়েছে। তাহলে এখন সমস্যা কোথায়? এ বিষয়ে হাইকোর্ট বলে, “ যারা ছবিটির আগে ডিসক্লেমার দিয়েছেন তারা কি দেশের মানুষকে মূর্খ বলে মনে করেন? রাম, সীতা, হনুমান, লক্ষ্মণ সবাই আছে এদিকে বলছে এটা হনুমান নয়? অদ্ভুত দাবী!”
এ বিষয়ে নির্মাতা এবং মনোজ মুনতাসির কি বলে সেটাই এখন দেখার। যদিও মনোজ মুনতাসির বেশ কিছু মাধ্যমকে নিজের স্বপক্ষে অনেক কথাই বলেছেন কিন্তু হাইকোর্টের নোটিশের ভিত্তিতে কি প্রত্যুতর দেন সেটাই এখন দেখার বিষয়।