সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ-এর কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষামণ্ডলীর সঙ্গে মউ চুক্তি (MoU) স্বাক্ষর করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। এই চুক্তি স্বাক্ষর শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং বিশ্বমানের শিক্ষালাভের সুযোগে এক নতুন দিশা তৈরি করল।
দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই এই সহযোগিতার ফলে বিভিন্নভাবে লাভবান হবেন বলে আশা কর্তৃপক্ষদের। এর মাধ্যমে যেমন তাঁরা পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, তেমনই শিখতে পারবেন সহপাঠ্যক্রমের নানা দিকও। পাশাপাশি, দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একে অপরের সহযোগিতা ছাড়াও সুযোগ পাবে অপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষালাভের। শুধু শিক্ষাই নয়, এই চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে দুই সংস্কৃতিরও প্রসার ঘটবে বলে আশা দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।