বিগত দিনে বিজেপির পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা সঠিক ভাবে মাল পাননি, এমনই অভিযোগ তুলে বনগাঁর নতুন বিডিওকে হুশিয়ারি দিলেন জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁর বিডিও অফিসে রেশন দূর্নীতি সহ একাধিক দূর্নিতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি ছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির। ডেপুটেশন মঞ্চ থেকে বনগাঁর নতুন বিডিও-র উদ্দেশ্যে দেবদাস মণ্ডল বলেন, বিগত দিনে বিজেপির সদস্যরা সঠিক ভাবে পরিসেবা পায়নি। আপনি নতুন এসেছেন সঠিক ভাবে কাজ করুন। বিমাতৃসুলভ কাজ হলে এখানে আপনার চাকরি করা দুঃসাধ্যকর হয়ে যাবে।
এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ওরা পাগলের প্রলাপ করছে 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দলমত নির্বিশেষে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন বাধ বিচার করা হয় না।